ইডির হাতে এল শেখ শাহজাহানের গোপন ডায়েরি !

ইডির হাতে এল শেখ শাহজাহানের গোপন ডায়েরি !

 

ইডির হাতে এল

শেখ শাহজাহানের গোপন ডায়েরি !

 

এই ডায়েরিতেই রয়েছে কালো টাকা

সাদা করার মূল মন্ত্র !

 

রহস্য উন্মোচনে ইডি !

 

কোথায় কত টাকা জমা রেখেছেন ?

কাকে কত টাকা দিয়েছেন?

 

সবই লেখা রয়েছে

এই ডায়েরিতে !

 

শেখ শাহজাহান ! যাকে ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ রয়েছে এই মানুষটির বিরুদ্ধে। এত অভিযোগ রয়েছে যে তদন্ত আধিকারিকেরা কুল কিনারা পাচ্ছেন না । তবে এবার শেখ শাহজাহানের  ধরে খবরের পাতা থেকে শুরু করে শিরোনামে সরব। আজও তার নাম নেওয়া বন্ধ হয়নি। মাছ ব্যবসায়ী তথা সন্দেশখালির ডন শেখ শাহজাহানের কাছে রয়েছে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতির টাকা। তবে তার এই টাকার খনির সন্ধান কিছুতেই পাচ্ছিলেন না তদন্ত আধিকারিকেরা। তিনি যে দুর্নীতির কালো টাকা কোনো যাদুবলে সাদা করতেন এই তথ্য ইডি আধিকারিকদের হাতে আগেই উঠে আসে । তবে কোন প্রক্রিয়ায় হত সেই উৎস খুঁজে পাননি তারা । ব্যাঙ্কের চৌকাঠ না পেরিয়েই তিনি ছলেবলে কৌশলে এই কালো টাকা সাদা করতেন । এবার এই সন্ধানের পথে নেমেই ইডি আধিকারিকদের হাতে উঠে এসেছে শাহজাহানের গোপন ডায়েরি । এখানেই লেখা রয়েছে তার কালো টাকা সাদা করার মূল চাবিকাঠি। এখন ইডির নজরে এই ডায়েরি !

 

সুত্রের খবর , শেখ শাহজাহানের নামে যেসমস্ত কালো টাকার অভিযোগ উঠেছে তার বিন্দুমাত্র হিসেবে পাওয়া যায়নি । এমনকি ব্যাঙ্কের কোনো নথি থেকেও পাওয়া যায়নি সেই তথ্য । তবে এর হিসেব মিলবে এবার এই গুপ্ত ডায়েরী থেকে । তথ্যসুত্রে জানা গিয়েছে , শেখ শাহজাহানের খুবই ঘনিষ্ঠ এবং অত্যন্ত পরিচিত কর্মচারীদের কাছ থেকেই ইডি এই ডায়েরীর সন্ধান পেয়েছে । জানা যায় , তিনি এই খাতার পেজে লিখে রাখতেন সমস্ত হিসেব নিকেশ।  তিনি ভুলে গেলে তার বিশ্বস্ত কর্মচারী পাই টু পাই লিখে রাখতেন। কার কাছ থেকে কত টাকা পাবেন , কার কাছে কত টাকা জমা রয়েছে সব এই খাতায় বন্দী । তথ্যসূত্রে জানা গিয়েছে , তিনি চিংড়ি ব্যবসার মাধ্যমে কালো টাকা সাদা করতেন । তবে এর সঠিক কোন তথ্য এখনও পাওয়া যায়নি। ইতিমধ্যেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । এই সুত্র ধরে জানা যায়,  শেখ শাহজাহানের অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে । আগেই তার কন্যার নামে  ১৩৭ কোটি টাকার লেনদেনের হিসাব পাওয়া যায় । তবে এতো টাকার লেনদেনের হিসাব রাখা তো আর মুখের কথা নয়। ইডি আধিকারিকদের অনুমান এই সমস্ত কিছু এই সাদা খাতার পেজে লেখা রয়েছে । এই খাতা হাতে আসলেই তারা একে একে দুই করতে পারবে । এখন শুধু এই ডায়েরী পাওয়ার অপেক্ষা তাহলেই ষোলোকলা পূর্ণ ! ইতিমধ্যেই শেখ শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজড করা হয়েছে । তার পাশাপাশি ইডি আধিকারিকেরা  তার নামে পাওয়া আরও ১৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপর নজরদারী করছে । ছোট্ট একটি তথ্য তদন্তের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম !

 

 

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *