আর কুসংস্কার নয় , এবার সত্যি সত্যি সিং গজায় মাথায় ! 

আর কুসংস্কার নয় , এবার সত্যি সত্যি শিং গজায় মাথায় !

 

আর কুসংস্কার নয় ,

এবার সত্যি সত্যি শিং গজায় মাথায় !

 

মানুষের মাথায়ও থাকে গরুর

বড় বড় শিং !

 

এমনই এক ছবি

ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে

 

যা দেখে রীতিমত

হতবাক নেটিজেনরাও !

 

ভারী অদ্ভুত এই বৃদ্ধা !   বয়স তাঁর ৭৪ ।  আমার, আপনার মত তিনিও মানুষ। দেখতে মানুষের মত হলেও সকলের থেকে একেবারেই আলাদা । তবে এই বৃদ্ধার মাথায় রয়েছে গরু, ছাগলের মত ইয়া লম্বা শিং। একেবারে কালো , বাদামী রঙয়ের মোটা ধারাল এই শিং।  বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যিই ! আমার আপনার মত  দুটি হাত, দুটি পা, চোখ , কান থাকলেও………… এই বৃদ্ধার মাথায় রয়েছে চার ইঞ্চির শিং। এতদিন গল্পের পাতায় এসব কাহিনী শুধুই  শুনে এসেছেন ! তবে এবার সেই গল্পই  বাস্তবায়িত করে দেখালেন এই বৃদ্ধা ।  এমন ছবিই ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমের আনাচে কানাচে ! যা দেখে নেটিজেনদের কপালে হাত। ছবি দেখে চোখ ঠিকরে বেরিয়ে আসার জো। এই ছবি সত্যি কি না সেই নিয়ে অনেকের মনে দানা বেঁধেছে। অনেকেই ভাবছেন এই ছবি প্রযুক্তির মাধ্যমে এডিট করা হয়েছে ।

তবে জানিয়ে রাখি ছবিটি একেবারেই সত্যিই ! এতে বিন্দুমাত্র কোন প্রযুক্তির ছাপ নেই । তথ্যসুত্রে জানা গিয়েছে ,   ৭৪ বছরের এই বৃদ্ধার নাম শ্যামলাল যাদব। তিনি মধ্য প্রদেশের সাগর জেলার রহলি গ্রামের বাসিন্দা । তার মাথায় সিং গজানোর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। জানা গিয়েছে বছর ৭৪ এর এই বৃদ্ধা বছর  কয়েক আগে মাথায় গুরুতর ভাবে আঘাত পান। এরফলে মাথার অগ্রভাগ ফেটে যায় । তবে ডাক্তার দেখানোর পর এই সেই স্থানটি সম্পূর্ণভাবে সেরে ওঠে । কিন্তু হঠাৎ করেই সেই মাথার সামনের অংশটা ফুলে যেতে থাকে । মাথার সামনে মাংসের পিণ্ড জমাট বাঁধতে থাকে । একসময় ফোলা অংশটি ধীরে ধীরে শিংয়ে পরিনত হয়ে যায়। নিজের মাথার ওপর এমন ভয়ঙ্কর অবস্থা দেখে শ্যামলালবাবু  রীতিমতো আঁতকে ওঠেন। মাঝে মাঝে তিনি বিরক্ত হয়ে এই শিং কেটে ফেলার চেষ্টা করেন । কিন্তু কিছুতেই এর থেকে মুক্তি ঘটে না । এরপর তিনি চিকিৎসকের কাছে দ্বারস্থ হন।  ডাক্তারের কাছে পরামর্শ নিলে জানা যায় এটা খুবই সাধারন একটি বিষয় । এটি একপ্রকার চর্মরোগ , তবে খুবই বিরল ! এই রোগ থেকে মুক্তি পাওয়ারও উপায় রয়েছে। সাগর জেলার ভাগ্যদয় তীর্থ হাসপাতালে তিনি এই রোগের চিকিৎসা করান। নানা ধরনের পরীক্ষার মাধ্যমে জানা যায় বৃদ্ধার মাথায় যে শিং গজিয়েছে তাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় , *ডেভিলস হর্ন * ।  এরপর চিকিৎসকের পরামর্শে , বৃদ্ধা এই শিংয়ের অপারেশন করিয়ে নেন এবং এই রোগ থেকে নিস্তার পান। তবে চিকিৎসকেরা রোগের কারণ হিসেবে কিছু ব্যাখাও দিয়েছেন । তারা জানিয়েছেন , শরীরের যে স্থান সবচেয়ে বেশি রোদ পায় সেই স্থানে এমন চর্ম রোগ সৃষ্টি হয় ।

তাহলে আজকে থেকেই সাবধান হয়ে যান। এই রোগ থেকে বাঁচার জন্য রোদ এড়িয়ে চলুন ।

 

 

 

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *