কলকাতার মানুষেরা সাবধান হয়ে যান !

কলকাতার মানুষেরা সাবধান হয়ে যান !

 

কলকাতার মানুষেরা

সাবধান হয়ে যান !

 

এই বছর খেল দেখাবে

গরমের তাপমাত্রা !

 

সাংঘাতিক গরমে পুড়ে

ছাই হয়ে যাবে বিশ্ব !

 

মারাত্মক গরমে হিট

স্ট্রোকে মারা যাবে মানুষ !

 

১ লক্ষ বছরে যা হয়নি

সেটাই হতে চলেছে !

 

এই বছরে কতোটা গরম

পড়তে চলেছে শুনলে ছটফট করবেন !

 

অশনি সংকেত

দেখছে গবেষকরা !

 

কি ! এখনই নিশ্চয় টের পাচ্ছেন গরমের তেজ । মার্চ মাস পড়তে না পড়তেই চামড়া জ্বালিয়ে দেওয়ার মতো গরম পড়েছে। রাস্তায় বেরালেই অবস্থা একেবারে নাজেহাল করে ছাড়ছে সূর্য্যিমামা । যারা ভাবছেন এসি কিংবা কুলার থেকে এই গরমের স্বস্তি মিলবে। সেগুড়ে বালি ! কারণ এবছর তাপমাত্রা যেভাবে বাড়তে চলেছে  তাতে কোন কিছুই রেহাই দেবে না । গবেষণায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ! বিগত দশ বছরে যা ঘটেনি , তা ঘটবে ২০২৪ এ । ২০২৩ গরমের যে রেকর্ড গড়েছিল সেই রেকর্ড ভেঙ্গে ফেলবে এবার ২০২৪ । এই গরমে বাচ্চা থেকে বুড়ো সকলেই হবে অসুস্থ । লাফিয়ে লাফিয়ে বাড়বে হিট স্ট্রোকের সংখ্যা । গবেষকরা জানাচ্ছেন , এই বছর তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাবে , যা মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। পৃথিবীতে মানুষের বাস করা দুষ্কর হয়ে পড়বে ।

গবেষকরা গরম সংক্রান্ত যে ভয়ঙ্কর আপডেট দিয়েছেন , তাতে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী আমরা । যে পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের । সেই প্রকৃতির ওপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আমরা । গবেষকরা তাপমাত্রা বৃদ্ধির পিছনে যে কারণগুলি তুলে ধরেছেন সেগুলি হল –

এক ,বৃক্ষনিধন,

দুই , অতিরিক্ত কলকারখানা,

তিন, জনসংখ্যা বৃদ্ধি ।

চার , বায়ু দূষণকারী গ্যাস ,

পাঁচ , যানবাহনের ব্যবহার ।

বিশেষ এই পাঁচটি কারনই বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশিভাবে দায়ী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *