অরিজিৎ সিংয়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানেন? এই গায়কের শিক্ষার দৌড় দেখলে চমকে যাবেন!

অরিজিৎ সিংয়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানেন? এই গায়কের শিক্ষার দৌড় দেখলে চমকে যাবেন!

অরিজিত সিংয়ের শিক্ষাগত
যোগ্যতা সম্পর্কে জানেন?

মাধ্যমিক উচ্চমাধ্যমিকে
করেছেন দুর্দান্ত ফল!

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এর পাশাপাশি
ঝুলিতে রয়েছে বড় বড় ডিগ্রী !

 

বাংলা মিডিয়ামের ছাত্র হয়েও

পড়াশোনায় তিনি অত্যন্ত তুখোড় !

 

অরিজিৎ সিং ! সুরের জগতের রাজা । শুধু দেশেই নয় গোটা বিশ্বে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অরিজিৎ ভক্ত। বিগত কয়েক বছরে ক্রেজের সিংহাসনের মুকুট একমাত্র তার মাথায়। কোহলি রান মেশিন হলে, অরিজিৎ হিট মেশিন ! স্যাড সং হোক কিংবা আইটেম সং সবেতেই সুপার ডুপার হিট । এই সাদামাটা মানুষটিকে ঘিরে ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই। তার লাইফস্টাইল থেকে শুরু করে গায়ক হয়ে ওঠার গল্প সবারই জানা। তবে তার বিদ্যের দৌড় কতখানি তা আজও অনেকের কাছে অজানা। জনপ্রিয়তার পাশাপাশি অরিজিৎ সিংয়ের ঝুলিতে রয়েছে বড় বড় ডিগ্রী। তার ডিগ্রীর কাছে পাত্তা পাবে না শাহরুখ , সালমানও! তার মতো শিক্ষিত এবং গুনি গায়ক এই সঙ্গীত জগতে বিরল।

মধ্যবিত্ত ঘরের ছেলে অরিজিৎ সিং ! ছোটো থেকেই তিনি পড়াশোনাতে অত্যন্ত তুখোড়। স্কুলে প্রথমসারির ছাত্রদের মধ্যেই নাম থাকত তার । প্রাথমিক শিক্ষার হাতে খড়ি শুরুই হয় জিয়াগঞ্জের স্থানীয় স্কুল থেকে। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি বেছে নেন  মুর্শিদাবাদ -র রাজা বিজয় সিং হাই স্কুল । এখান থেকেই তিনি খুব ভালো ফলাফল  করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেন । এরপর ভর্তি হন কল্যাণি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শ্রীপত সিং কলেজে। বাবা মাকে কখনোই তিনি নিরাশ করেননি । সর্বদাই পরীক্ষায় ভালো ফলাফল করে  এসেছেন । কলেজ থেকে পাশ করার পর আর উচ্চশিক্ষা লাভের কথা তিনি ভাবেননি । এরপর নিজের পেশা হিসেবে বেছে নেন গান । যদিও ছোট থেকেই তার গানের প্রতি এক আলাদাই ভালোবাসা । এমনকি গায়কের বাবা মাও কখনোই গানের মাঝে বাঁধা হয়ে দাঁড়াননি। বরং সবসময় এগিয়ে যাওয়ার জন্য ভরসা জুগিয়েছেন । মাত্র তিনবছর বয়স থেকেই তিনি গানের চর্চা শুরু করেন। হাজারী ভাইদের হাত ধরে তাঁর গানের পাঠ শুরু । শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা লাভ করেন রাজেন্দ্র প্রসাদ হাজারীর কাছ থেকে । তবলা বাজানোর প্রশিক্ষন নেন ধীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছ থেকে। এছাড়াও বীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছ থেকে পপ সঙ্গীত এবং রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ সম্পন্ন করেন। আজ অরিজিৎ সিংয়ের গায়ক হয়ে ওঠার পিছনে এই তিনজন মানুষের অবদান সবথেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও শোনা যায় তিনি পড়াশুনা এবং গান করার পাশাপাশি গল্প বই পড়তেও বেশ ভালোবাসেন। বিশেষ করে বাংলা উপন্যাসের প্রতি  এক আলাদাই ঝোঁক। শরৎচন্দ্র থেকে বঙ্কিমচন্দ্র সবই তাঁর মুখস্থ। একজন গায়ক হওয়ার পাশাপাশি অরিজিৎ সিং একজন মেধাবী ছাত্র , তা আর বলতে রাখে না ।

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *