একসময়ে পথে পথে দাঁড়িয়ে ভিক্ষে করেছেন মহানায়ক !

একসময়ে পথে পথে দাঁড়িয়ে ভিক্ষে করেছেন মহানায়ক !

 

একসময়ে পথে পথে দাঁড়িয়ে

ভিক্ষে করেছেন মহানায়ক !

 

অভিনয় করে লাখ লাখ টাকা

পারিশ্রমিক নিয়েছেন তিনি !

 

তবুও শেষ পর্যন্ত নামতে

হয়েছে এই পথে !

 

কিসের দায়ে মহানায়ককে

ভিক্ষে করতে হয়েছে ?

 

জেনে নিন সেই বিষয়ে

 

উত্তম কুমার ! নামের সাথে অভিনয়ও সত্যি অতি উত্তম । তার মতো নায়ক এ বিশ্বে কদাচিৎ আসে। ইনি একমাত্র অভিনেতা যাকে বাঙ্গালীরা কখনোই ভুলতে পারে না । আজও তার সিনেমা দেখতে বসলে মানুষ তার দিকে তাকিয়ে থাকেন । তার সেই অমলিন হাসি , সেই চুলের ছাঁট , সেই চেহারা এখনও কত নারীর মনকে ঘায়েল করে। তা বলা দুষ্কর ! বর্তমান প্রজন্মে হাজার হাজার দক্ষ অভিনেতাকে টক্কর দেয় এই উনবিংশ শতকের অভিনেতা।  তিনি শুধু মহানায়ক নন …… বাংলার ম্যাটিনী আইডল ! শুনলে অবাক হবেন এক সময় এই নায়ককেও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হয়েছে । বিষয়টি আশ্চর্যের হলেও সত্যি ! কলকাতার অলিতে গলিতে দাঁড়িয়ে তিনি দুহাত পেতে করেছেন ভিক্ষে ।

উত্তম ভক্তরা মনে করেন মহানায়কের নারী নক্ষত্র সবই জানা । কিন্তু তাকে ঘিরে এমন কিছু বিশেষ কাহিনী রয়েছে যা আজও অজানা । সম্প্রতি অতি উত্তম সিনেমাকে ঘিরে মানুষের মনে এক আলাদাই উত্তেজনা তৈরি হয়েছে । আবারও বড় পর্দায় মহানায়ককে দেখতে পাওয়া যাচ্ছে । এ যেন সকলের কাছে হাতের মুঠোয় সোনা পাওয়ার মত। তবে এই সিনেমাকে কেন্দ্র করে বাংলার বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বিশেষ কিছু মন্তব্য করেন । অভিনেত্রী সাক্ষাৎকার দেওয়ার সময় জানান , সকলে উত্তম কুমারকে একজন সফল মহানায়ক হিসেবে চেনেন । তবে মহানায়ক ছাড়া তার আরও একটি চরিত্র রয়েছে যা কেউই জানেন না । তিনি একজন বড় মনের মানুষ । কখনো নিজের কথা চিন্তা না করে সর্বদা অন্যের ভালো থাকা নিয়ে চিন্তা করতেন । শুধু তাই নয় তিনি অন্যের ভালো থাকার জন্য ভিক্ষে পর্যন্ত করেছেন । কেন অন্যের জন্য ভিক্ষে করেছেন সেই বিষয়েও মুখ খোলেন। সময়টা তখন ৬০ এর দশক ! কলকাতায় সেই সময় ভয়ঙ্কর বন্যা হয় । এই বন্যায় কলকাতার মানুষ খুব খারাপ ভাবে ক্ষতি গ্রস্ত হয়ে পড়ে । চারিদিকে শুধু হাহাকার ! আর হাহাকার ! এই আর্তনাদ মহানায়কের কান অবধি পৌঁছে যায়। যা শুনে নিজেকে সামলে রাখতে পারেন নি । অন্যের চোখের জল সহ্য করা মহানায়কের পক্ষে সম্ভব হয়নি । তাই দুঃস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন । কিন্তু নিজের কাছে অত পুঁজি নেই যার দ্বারা ত্রাণের কাজ পূর্ণ হবে । তাই মনে মনে স্থির করে নিলেন প্রয়োজনে তিনি ভিক্ষা করবেন ! যেমন ভাবা তেমন কাজ । নিজের সহকারীদের নিয়ে টালিগঞ্জের রাস্তায় বেরিয়ে পড়েন । এবং নিজের যথাসম্ভব দিয়ে সকলের সাহায্য করেন । তাহলে ভাবতে পারছেন একজন মহানায়ক যার কিনা বিলাসবহুল ঘরে দিন কাটানোর কথা । তিনি কি না অন্যের চোখের জল মোছার জন্য………নিজের আরামের জীবন ছেড়ে এমন কাজ করেছেন । শুধু এখানেই শেষ নয় অভিনেত্রী আরও জানান , কন্যাদায় গ্রস্ত পিতাকেও অর্থ দিয়ে তিনি সাহায্য করতেন । বিয়েতে যাতে কোন ত্রুটি না থাকে সেই দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন । সত্যি মহানায়কের কোন তুলনা হয় না । তিনি যে কত বড় মনের মানুষ তা আর বলতে বলতে বাকি রাখে না ।  অভিনেতা উত্তম কুমারের নামে বলতে গেলে শব্দের ভাণ্ডার ফুরিয়ে যাবে !


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *