সর্বনাশ ! একি কাণ্ড করলেন হেভিওয়েট প্রাক্তন বিচারপতি !

সর্বনাশ ! একি কাণ্ড করলেন হেভিওয়েট প্রাক্তন বিচারপতি !

 

সর্বনাশ ! একি কাণ্ড করলেন

হেভিওয়েট প্রাক্তন বিচারপতি !

 

মমতা ব্যানার্জির মৃত্যু প্রার্থনা

করছেন অভিজিৎ গাঙ্গুলি !

 

এই নিয়ে তোলপাড় শুরু

করে দিয়েছে শাসকদল !

 

 

সামনেই লোকসভা ভোট ! এই নিয়ে চলছে জোর প্রস্তুতি । শাসক থেকে বিরোধী দল সকলেই ব্যস্ত এখন প্রচার কার্জে । তবে এরই মধ্যে  বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বড়সড় কাণ্ড ঘটিয়ে বসেছেন। যা দেখে রীতিমত হুলস্থুলু কাণ্ড শুরু হয়ে গিয়েছে রাজ্য থেকে রাজনীতির স্তরে। যদিও বাংলার রাজনীতির ময়দানে যুক্ত হওয়ার পর থেকেই তাকে নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। কিন্তু একজন এত বড় মাপের বিচারপতি হয়েও……… তাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করতে দেখে হতবাক সকলে। তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন। সামাজিক  মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই এক ভিডিও । আর এই ভিডিও দেখে হাত গুটিয়ে বসে নেই শাসকদল । কোমরে গামছা বেঁধে তমলুকের বিজেপি প্রার্থীকে তুলোধোনা করে চলেছেন । নির্বাচন কমিশন অবধি টেনে নিয়ে গিয়েছে এই বিষয়টিকে । তবে  তিনি এই মন্তব্যের মাধ্যমে ঠিক কি বোঝাতে চাইছেন !সেই নিয়ে থেকে যাচ্ছে একটা বড় প্রশ্ন । সেইসব বিষয়ে তুলে ধরব আজকের প্রতিবেদনে ।

ঘটনা সুত্রে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তথ্যসুত্র জানা গিয়েছে , সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ৬ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে । আর এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের শাসকদল তথা তৃনমূল কংগ্রেস।  এই ভিডিওতে  মিস্টার গাঙ্গুলিকে সাক্ষাৎকার দিতে দেখা যায় । সাক্ষাৎকার দেওয়ার সময় , তিনি মন্তব্য করেন এবার মনে হয় মমতা বন্দোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে ! কিন্তু ঠিক তার আগে কিংবা পরে কি বলেছেন তা কিন্তু দেখানো হয় নি । মাত্র ৬ সেকেন্ডের ভিডিও ক্লিপকে কেন্দ্র করে তৃণমূল বিরোধী দলের বিরুদ্ধে সরব  হয়েছেন । তাদের কথা অনুযায়ী, এই মন্তব্যের দ্বারা গণতন্ত্রের গায়ে কাদা ছেটানো হয়েছে । শুধু তাই নয় , ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করার দায় তারা সহ্য করবেন । তাই যত শীঘ্রই সম্ভব অভিজিৎ গাঙ্গুলিকে ক্ষমা চাইতে হবে । এমনকি তারা এই বিষয়টিকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনে দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে । এই মন্তব্যকে নিশানা করে একের পর তৃনমূল নেতা……… তমলুকের বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়ছেন না। তৃনমূলের একাংশের দাবী, বিজেপির কাজই হচ্ছে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা। এর আগে এমন কাজ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে । আর এখন সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি । তবে এই বিষয়ে মুখ বন্ধ করে রাখেননি প্রাক্তন বিচারপতিও । স্পষ্ট জানিয়েছেন,  তিনি কখনোই মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেননি। এই মন্তব্যের দ্বারা বোঝাতে চেয়েছেন , শাসকদলের সময়সীমা শেষ হয়ে এসেছে । তবে অন্যরা যদি এটার ভুল অর্থ বের করে বসেন তাতে কারোর কিছু করার নেই। এই নিয়ে রাজনীতি বিশেষজ্ঞরা দাবি করছেন , ভোটে জেতার জন্য শাসকদলের এটা নতুন নাটক ! যা প্রতিবারই দেখা যায় ।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *