অস্তিত্ব সংকটে শান! 

অস্তিত্ব সংকটে শান! মনের কথা উগরে দিলেন গায়ক!
অস্তিত্ব সংকটে শান!
মনের কথা উগরে
দিলেন গায়ক!
অরিজিৎ সিংকে নিয়ে একি
মন্তব্য করলেন তিনি !
বাংলার এই গায়কের জন্য নাকি
অন্য গায়কেরা পিছিয়ে পড়ছেন!
হঠাৎ কেন এ কথা বলে
বসলেন উষ্মা শান!
বাংলা হোক কিংবা হিন্দি যে কোন গানের প্লে লিস্টে শীর্ষে থাকেন অরিজিৎ সিং। বর্তমানে যেন তারই বাজার!  সকল  গায়ককে ছাপিয়ে তার একের পর এক গান সুপার ডুপার হিট হয়ে চলেছে । ব্যস্ত বাসের ভিড় হোক কিংবা চায়ের দোকানের এফ এম সব জায়গায় একটাই সুর ! অরিজিতের সুর ! অরিজিৎ সিং এমনই একজন গায়ক যার সুরের তালে  হাজার হাজার শ্রোতা কখনো হেসে ওঠেন  আবার কখনো কেঁদেও ফেলেন । বলিউড থেকে শুরু করে টলিউড কোথাও,,,,,,,এমন গুণী গায়ক খুঁজে পাওয়া যাবে না এমনটাই ………… মনে  করেন অরিজিত ভক্তরা। এমনকি হাজার হাজার ক্ষুদে গায়কদের গুরু হচ্ছেন বাংলার জিয়াগঞ্জের এই ছেলেটি । তাকে অনুসরন করে ,তার গলার সুরকে নকল করে সকলেই হয়ে উঠতে চাইছেন বাংলার আগামী অরিজিত সিং ।  আর এই বিষয়টি ভালোভাবে নিতে পারেননি স্বনামধন্য গায়ক শান । অরিজিৎ সিংকে নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করে বসলেন যা দেখে অবাক সকলেই । অরিজিতের প্রতি তৈরি সুপ্ত খারাপ লাগা প্রকাশ করলেন তার কথার মাধ্যমে । এই বাজারে অরিজিতের ভিড় দেখে রীতিমতো থমকে গেছেন তিনি । বলিউডে গায়কদের  স্থান দখলের লড়াই নিয়ে হাঁসফাঁস সৃষ্টি হয়েছে তার মনে ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের স্বনামধন্য গায়ক শান ………অরিজিৎ সিংকে নিয়ে মুখ খোলেন । তিনি এই সাক্ষাৎকারের মাধ্যমে স্পষ্ট জানান , আজকাল বাজারে ভালো গায়কের সংখ্যা কমে যাচ্ছে । তার একটাই কারন অন্যকে কপি করা……… বিশেষ করে অরিজিৎ  সিংকে নকল করা । সকলে বাংলার এই গায়ককে অনুসরণ করতে গিয়ে কোথাও যেন নিজের শৈল্পিক সত্তা হারিয়ে ফেলছেন  । এমনকি কারোর মধ্যে কোন নতুনত্ব কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না  । তিনি আরও জানান , নিসন্দেহে অরিজিত একজন ভালো গায়ক……… তাকে দেখে অবশ্যই সকলের  উদ্বুদ্ধ হওয়া স্বাভাবিক  । কিন্তু অনুপ্রানিত হওয়া এবং নকল করার মধ্যে একটা বিস্তর  ফারাক আছে । আর এটা অনেকেই বুঝতে পারছেন  না !  সকলেই অরিজিৎ হতে চায় ! তাদের নিজস্ব কোন পরিচয় নেই……… নিজস্ব কোন সুর নেই এমনটাই মনে করছেন গায়ক শান । তার এই কথার মাধ্যমেই ধরা পড়েছে কোথাও গিয়ে যেন তিনি অসন্তুষ্ট । এমনকি অন্য গায়কদের আদৌ কোন অস্তিত্ব আছে কি না এই নিয়ে তার মনে ব্যাপক দোলাচল সৃষ্টি হয়েছে । আগামী দিনের কথা ভেবেই তিনি এহেন মন্তব্য করেছেন । এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে শুধু অরিজিৎ সিং  হতে হবে এমনটা কখনোই নয় । তার জন্য নিজের প্রতিভা , নিজের দক্ষতা দেখালেই হবে । শুধু তাই নয় গান এমন একটি জিনিস যেটা নিয়ে সাধনা করতে হবে । তবেই গিয়ে একজন সার্থক সঙ্গীতশিল্পী হওয়া যাবে । তিনি এই কথা গুলোর মধ্যে দিয়ে সকলকে একটি ছোট শিক্ষা দিতে চেয়েছেন……… কাউকে হেয় কিংবা ছোট করেননি ।

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *