উত্তম কুমারকে বাঁচিয়ে আনলেন এই ১টি মানুষ! স্বর্গ থেকে ফিরিয়ে আনলেন মহানায়ককে, কিভাবে সম্ভব হল এমনটা?

উত্তম কুমারকে বাঁচিয়ে আনলেন এই ১টি মানুষ! স্বর্গ থেকে ফিরিয়ে আনলেন মহানায়ককে, কিভাবে সম্ভব হল এমনটা?

উত্তম কুমারকে বাঁচিয়ে
আনলেন এই ১টি মানুষ!

স্বর্গ থেকে ফিরিয়ে আনলেন
মহানায়ককে!

কলকাতার আনাচে কানাচে
ঘুরে বেড়াচ্ছে উত্তম কুমারের আত্মা!

কথা বলছেন, হাসছেন,
গল্পও করছেন!

কিভাবে সম্ভব হল এমনটা?
কে সেই ব্যক্তি? যিনি উত্তম কুমারকে
জীবন্ত করে তুললেন?

বাংলার সিনে জগতে অন্যতম অভিনেতা উত্তম কুমার! তার মতো নায়ক এ বিশ্বে কদাচিৎ আসে ! ইনিই একমাত্র অভিনেতা যার কোনো আদি নেই অন্ত নেই। উত্তম কুমারের মতো অভিনেতার আর কোনো বিকল্প,,,,,,,, পরবর্তীতে আসবে কি না এই নিয়ে আজও মানুষ প্রশ্ন তুলতে দুবার ভাবেন! ইনিই একমাত্র অভিনেতা যিনি দর্শককে আঙ্গুলের ইশারায় হাসাতেও পারেন আবার কাঁদাতেও পারেন। কিন্তু এই জেনারেশন আজও সঠিকভাবে মহানায়ক চিনে উঠতে পারেনি । তবে এবার যদি বলি সেই উনিশ দশকের মত আজও মহানায়ককে কলকাতার অলিগলিতে দেখতে পাবেন! হ্যাঁ ঠিকই বলছি, কারণ এবার তিনি কলকাতার আনাচে কানাচে স্বশরীরে ঘুরে বেড়াবেন! একেবারে অবিকল মানুষের মতোই তিনি পথে ঘাটে হাঁটাচলা করবেন ! AI দ্বারা এবার স্বর্গ থেকে মর্ত্যে হাজির হলেন খোদ মহানায়ক। বাংলার স্বনামধন্য পরিচালকের হাত ধরে এবার দ্য কিং অফ রোমান্সকে দেখার ভাগ্য খুলে গেলো সকলের। দীর্ঘ ৪২ বছর আবারো টলিপাড়া কাঁপাতে আসছেন মহানায়ক উত্তম কুমার ।

AI এর যুগে কি না সম্ভব বলুন তো ! নতুন নতুন আবিষ্কারই AI এর কাজ । তবে এবার এই AI এর হাত ধরেবড় পর্দায় প্রবেশ ঘটেছে বর্ষীয়ান অভিনেতা উত্তম কুমারের । পুরোপুরি AI বলা ভুল ! পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরেই নায়কের মর্তে আগমন । সম্প্রতি অতি উত্তমের ট্রেলার প্রকাশ্যে এসেছে । আর সেই ট্রেলার দেখে দর্শকরা রীতিমত চমকে গেছেন । এ কাকে দেখছেন ? উত্তম কুমার! যিনি প্রয়াত হয়েছেন সেই কবে ! তাকে নতুন করে সিনেমায় কাজ করতে দেখে দর্শকবৃন্দ থমকে গেছেন । অতি উত্তম সিনেমার প্রেক্ষাপটই মহানায়ককে কেন্দ্র করে । উত্তম কুমার আর প্রেম থাকবে না এ কি সম্ভব ! এই কাহিনীও প্রেম নির্ভর । এতে মুখ্য ভূমিকায় রয়েছেন কৃষ্ণেন্দু ওরফে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত এবং সোহিনী ওরফে রোশনি ভট্টাচার্য , উত্তম কুমারের নাতি হিসেবে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়……… বাস্তবেও যিনি মহানায়কেরই নাতি ! কৃষ্ণেন্দু যিনি উত্তম কুমারের পরম ভক্ত…… এমনকি তাকে নিয়েই পিএইচ ডি করছেন । দিনরাত তিনি মহানায়কের জপ করেন । তার সাধনা দেখে খোদ অভিনেতা নিজেই দর্শন দেন । তবে বিষয়টি শুনতে যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় । পরিচালক সৃজিতের পাঁচবছরের সাধনা এই অতি উত্তম । বাঙ্গালীদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য এই সিনেমাটি বেছে নেওয়া । VFX এর মাধ্যমে উত্তম কুমারকে এহেন ভাবে তুলে ধরা কোন ছোটখাট বিষয় নয় । অভিনেতার একাধিক সিনেমা অবলম্বনে এই কাজটি করা হয়েছে । বিভিন্ন সিনেমার ছোট ছোট ক্লিপ তুলে এনে্‌ , , , , , , , , VFX এর দ্বারা উত্তম কুমারকে এই সিনেমায় দেখানো হয়েছে । উন্নত প্রযুক্তির দ্বারা অতি নিখুঁত ভাবে এক একটি প্লট সাজানো । পরিচালকের কাজ দেখে মুগ্ধ হাজার হাজার দর্শক । প্রযুক্তির মাধ্যমে আবারো উত্তম কুমারকে ফিরিয়ে আনা সত্যিই লা জওয়াব ! খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ” অতি উত্তম “। এখন শুধু বড় পর্দায় দেখার অপেক্ষা ।তবে ট্রেলার দেখে বেশ আঁচ করাই যাচ্ছে পয়সা ওসুল সিনেমা হতে চলেছে অতি উত্তম !


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *