হনুমান জয়ন্তীতে অবশ্যই এই ৪টি কাজ করুন! তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না, হুড়মুড়িয়ে ঘুরবে ভাগ্যের চাকা

হনুমান জয়ন্তীতে অবশ্যই এই ৪টি কাজ করুন! তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না, হুড়মুড়িয়ে ঘুরবে ভাগ্যের চাকা

হনুমান জয়ন্তীতে অবশ্যই
এই ৪টি কাজ করুন!

তাহলে আর পিছনে
ফিরে তাকাতে হবে না!

হুড়মুড়িয়ে ঘুরবে
ভাগ্যের চাকা!

মা লক্ষ্মীর কৃপায়
বইবে টাকার জোয়ার!

এছাড়াও ঘটবে এমন কিছু
অভূতপূর্ব কান্ড, যা বিশ্বাসই হবে না

প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় । হিন্দু শাস্ত্র অনুসারে, বজরংবালীকে অত্যন্ত শক্তিশালী ও জাগ্রত বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, বজরংবালীকে ভক্তি ভরে পূজো করলে সকলের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। হুড়মুড়িয়ে বাড়ে সংসারে আয় উন্নতি । আর এই বিশেষ দিনে বজরংবালির কৃপা লাভ করতে হলে অবশ্যই এই চারটি কাজ করুন । এই চারটি কাজ করলে মাথার ওপর সর্বদা অক্ষুন্ন থাকে হনুমানজীর আশীর্বাদ । কি এই চারটি কাজ কি কি চলুন দেখে নিই —-

প্রথম কাজটি হল লাড্ডু নিবেদন :

বজরংবালির সবথেকে প্রিয় জিনিস হলো লাড্ডু। তাই হনুমান জয়ন্তীতে ভোগ হিসেবে অবশ্যই লাড্ডু নিবেদন করুন। চেষ্টা করুন লাড্ডু যেনো হয় বেসনের। আর পুজোর শেষে সেই লাড্ডু বাড়ির সকলের মধ্যে পরিবেশন করুন ।

দ্বিতীয় কাজটি হলো কমলা সিঁদুর:

পৌরাণিক শাস্ত্র অনুসারে, বজরংবালি কমলা সিঁদুর অত্যন্ত পছন্দ করুন। তাই হনুমানজীকে প্রসন্ন করতে হলে সর্ষে তেলের সাথে সিঁদুর মিশিয়ে অর্পন করুন। পুজোর শেষে এই সিঁদুর আশীর্বাদী সিঁদুর হিসেবে শুদ্ধ জায়গায় তুলে রাখুন । যেকোনো শুভ কাজে যাওয়ার সময় এই সিঁদুরের তিলক লাগিয়ে তারপর বেরোন । দেখবেন সাফল্যতা আপনার হাতের মুঠোয়।

তৃতীয় কাজটি হলো লাল রঙের কাপড়:

হনুমান জয়ন্তীর দিন লাল কাপড় ভগবানের পায়ে নিবেদন করুন । জ্যোতিষ শাস্ত্র অনুসারে, লাল হলো শুভ জিনিস। যেকোনো পূজো আচারে লাল কাপড় ব্যবহার করলে ইতিবাচক ফল পাওয়া যায়। তাই চেষ্টা করুন, ভগবানের পায়ে লাল কাপড় নিবেদন করার। আর যদি লাল কাপড়ে জয় শ্রী রাম লেখা থাকে, তাহলে আরো ভাল।

চতুর্থ ও শেষ কাজটি হলো লাল জবা:

বজরংবালির প্রিয় ফুল হচ্ছে জবা। তাই বজরংবালিকে তুষ্ট করতে লাল জবা হনুমানজীর নামে নিবেদন করুন । ১০৮ টি জবা ফুলের মালা দিলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *