জানেন শেখ শাহাজাহান মোট কত টাকার মালিক? এই বেতাজ বাদশার সম্পত্তির পরিমাণ, গুনেও শেষ করতে পারবেন না!

জানেন শেখ শাহাজাহান মোট কত টাকার মালিক? এই বেতাজ বাদশার সম্পত্তির পরিমাণ, গুনেও শেষ করতে পারবেন না!

জানেন শেখ শাহাজাহান
মোট কত টাকার মালিক?

এই বেতাজ বাদশার সম্পত্তির পরিমাণ,
গুনেও শেষ করতে পারবেন না!

গ্যারেজ ভর্তি গাড়ি,
বহুমূল্যের বাড়ি!
বিঘা বিঘা জমি!

ব্যাংক ভর্তি অগাধ টাকা,
লকার ভর্তি থরে থরে সোনা দানা!

শেখ শাহজাহানের সম্পত্তি তালিকা দেখলে
বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন!

এই মুহুর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে শেখ শাহজাহান। যাকে ধরতে গিয়ে ইডিকে পর্যন্তও রাম ধোলাই খেতে হয়েছে। এই শেখ শাহজাহান এতোই প্রভাবশালী যে এর নামে গোটা সন্দেশখালি থরথর করে কাঁপে। এই প্রতিভাবান ব্যক্তিকে নিয়ে বাংলার মানুষের মনে জল্পনার শেষ নেই। এই জল্পনার মাঝে নতুন করে পারদ চড়িয়েছে শাহজাহানের সম্পত্তির তালিকা। শেখ শাহজাহানের ,,,,,,সন্দেশখালিতে যেমন ক্ষমতার জোর রয়েছে,,,, তেমনই রয়েছে টাকার জোর। অনেকের মনে প্রশ্ন,,, তার ঠিক কত টাকার মালিক ? কত বিঘা জমি রয়েছে তার ঝুলিতে? কত বড় বাড়ীতে বাস করেন তিনি ? সমস্ত বিবরণ জানতে চায় জনগণ । সত্যিই বলতে তার টাকার বহর দেখলে বড় বড় নেতা মন্ত্রীরাও লজ্জায় মুখ লোকাবে। সন্দেশখালির নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার সম্পত্তি । বাংলো থেকে গাড়ী সবই থরে থরে সাজানো। এক কথায় বলা যায় তার সম্পত্তির নমুনা একটি ছোটো খাটো পাহাড়ের সমান ।

বাংলা হান্টের আজকের প্রতিবেদনে তুলে ধরবো স্বনামধন্য শেখ শাহজাহানের সম্পত্তির তালিকা।

তথ্যসূত্রে জানা যায়, শেখ শাহজাহান একাই ২ কোটি টাকার মালিক । ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া নিবন্ধ থেকে জানা যায় তার সম্পত্তির পরিমাণ। সূত্রের খবর, তিনি বহু বছর ধরেই রাজনীতিতে যুক্ত । বাম আমলের নেতৃত্বে তার জন্ম ,,,, সেই থেকে আজ তিনি তৃণমূলের একজন বড়ো নেতা। বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি । এভাবেই থেকে তিনি হয়ে উঠেছেন কোটিপতি নেতা । রয়েছে মেছো ভেঁড়ি ব্যবসা, যেখান থেকে তিনি বছরেই ইনকাম করেন ২০ লক্ষ টাকা । এই মাছের ভেঁড়ি ব্যবসাই শাহজাহানকে মালামাল করে তুলেছে । অনেকের মুখে শোনা যায় এই মাছের ভেঁড়ি হচ্ছে আসলে সোনার খনি। তথ্যসূত্রে জানা যায় ,সন্দেশখালি-১ ব্লকে তার নামে ৪৩ বিঘা জমি রয়েছে। যদিও এই জমি ঠিক কি ভাবে নিজের নামে করেছে তা বলা মুশকিল। বাজারে এই জমির মূল্য প্রায় ৪ কোটি টাকা। শুধু এখানেই থেমে নেই,,,,, শেখ শাহজাহানের নামে রয়েছে তিনটি প্রাসাদসমো বাড়ী । এর মধ্যে যে বাড়িতে ইডি হানা দেয় তার দামই ১.৫ কোটি টাকা। এছাড়াও আশেপাশে আরও কয়েকটি ছোটো বাড়ি রয়েছে। সূত্র মারফত জানা যায় , ধামাখালিতে ৪৫ বিঘা জমি ওপর দুটি ইটভাটা আছে শাহজাহানের নামে । বছর কয়েক আগেই তিনি এই ইটভাটা গুলি কেনেন । বছর পঞ্চাশের এই নেতার রয়েছে একসাথে ১৭ টি গাড়ি। সাথে ২.৫ কোটি টাকা গয়না। সব মিলিয়ে তিনি পশ্চিমবঙ্গের প্রতাপশালী এবং ধনবান নেতা ।
রাজনৈতিক একাংশের দাবী,, এই সমস্তটাই তিনি দুর্নীতির জেরে করেছেন । নাহলে একজন সাধারণ নেতা এতো টাকার মালিক হয় কিভাবে ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *