মার্চ মাসেই করুন এই পাঁচটি কাজ! রাতারাতি ঘুরে যাবে ভাগ্যের চাকা

মার্চ মাসেই করুন এই পাঁচটি কাজ! রাতারাতি ঘুরে যাবে ভাগ্যের চাকা

মার্চ মাসেই করুন
এই পাঁচটি কাজ!

রাতারাতি ঘুরে যাবে
ভাগ্যের চাকা

রাজার হালে
থাকবেন আপনি ,

হাতে আসবে
কাঁড়ি কাঁড়ি টাকা!

অভাব, অনটন আপনাকে
স্পর্শ করতে পারবে না

দূরে পালাবে
রোগ ব্যধি

দেখে নিন এই
পাঁচটি কাজ !

প্রথম কাজটি হলো ঘুম থেকে ওঠা :

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে । ব্রহ্মমুহূর্তে যে কোন কাজ করা শুভ বলেই গণ্য করা হয় । বিশেষ করে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। কারণ এই সময় সমস্ত গ্রহরা নিজ নিজ স্থানে অবস্থান করেন। ফলে এই সময় ঘুম থেকে উঠলে রাশি অনুসারে অধিপতি গ্রহের পূর্ণ সমর্থন লাভ করা যায়। ব্রহ্ম মুহূর্তের সময়সীমা ভোর ৪ টে থেকে ৫:৩০ টা পর্যন্ত । এই সময় ঘুম থেকে উঠে ভগবানের নাম জপ করলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যায়, যেকোনো সমস্যার সমাধান পাওয়া যায়, মনে শান্তি আসে। মনে রাখবেন মাসের শুরুটা যদি ভালো দিয়ে শুরু হয় তাহলে গোটা মাসটাই আপনার অধীনে থাকে । তাই অবশ্যই মার্চ মাস থেকে ভোরবেলা ঘুম থেকে ওঠা শুরু করুন।

দ্বিতীয় কাজটি হল সূর্য প্রণাম:

ধর্মীয় বিশ্বাস অনুসারে , সূর্য প্রণামের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন স্নান করে একটি তামার ঘটিতে জল নিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবতার নামে জল নিবেদন করুন। প্রতিদিন এই কাজ করলে সূর্য দেবতা তুষ্ট হন। সূর্য দেবতার আশীর্বাদে আপনার জীবনে সাফল্য আসে আপনার বাড়ীর দোরগোড়ায় । কর্ম ক্ষেত্রে বিরাট উন্নতি ঘটে। আর্থিক কোনো সমস্যা আপনাকে ছুঁতে পারে না । তাই মার্চ মাসে অতি অবশ্যই সূর্য প্রণাম করুন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গাছ রোপন :

মাসের শুরুটা করুন একেবারে ভালো কাজ দিয়ে। মনে রাখবেন জীবনে যত ভালো কাজ করবেন ততই আপনার সাফল্য আসবে। তাই এই মাসে অবশ্যই তুলসী গাছের চারা রোপন করুন। হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। তুলসী চারা রোপন করলে বাড়িতে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। মা লক্ষ্মীর কৃপায় আপনাকে পিছন ফিরে তাকাতে হয় না। ঘরে আছড়ে পড়ে ধন-সম্পদের প্রাচুর্য, অর্থের বন্যা বয়ে যায়। তাই মাসের শুরুটাই একদম ভালো ভালো কাজ দিয়েই শুরু করুন।

চতুর্থ কাজটি হলো দান ধর্ম:

মার্চ মাসে বাড়িতে কোন দরিদ্র বা ভিক্ষুক এলে তাদের ফিরিয়ে দেবেন না। নিজের সাধ্যমতো দান করার চেষ্টা করুন। পারলে অন্ন দান করুন। কথিত আছে অন্ন দানের থেকে বড় দান আর কিছুই হয় না। একটি ক্ষুধার্থ বা অভুক্ত ব্যক্তির খাদ্যের তৃপ্তি মেটাতে পারলে কপালে জোটে স্বয়ং দেবী অন্নপূর্ণার আশীর্বাদ। দেবী অন্নপূর্ণার আশীর্বাদে আপনার জীবনে কখনোই খাদ্যের অভাব আসবে না , ভাতের হাঁড়ি কখনোই শূন্য হবে না। তাই মার্চ মাসে ভিক্ষুকদের যা পারবেন তাই দিয়ে সাহায্য করুন ।

পঞ্চম এবং শেষ কাজটি হলো লক্ষী নারায়ণ পূজো:

মার্চ মাসের প্রতিটি বৃহস্পতিবার লক্ষী নারায়নের একত্রে আরাধনা করুন । বিশেষ করে মহিলারা এই কাজটি করুন। এতে করে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ থাকে। শাস্ত্র মতে, নিয়ম মেনে লক্ষ্মী নারায়নের একসাথে উপাসনা করা অত্যন্ত শুভ। এতে করে আপনার পরিবারের সকলে নীরোগ থাকে , ব্যবসায় লাভবান হওয়া যায় , মনের মত কাজ পাওয়া যায়, সংসারে কলহ বিবাদ সব দূর হয়ে যায় । তাই মার্চ মাসে লক্ষী নারায়ন পূজো করুন ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *