এবার আর বিজেপির হাত থেকে পার পাবে না তৃণমূল, মমতাকে হারাতে বাংলায় বাঘা বাঘা প্রার্থী নামিয়েছে মোদী, তালিকায় যারা রয়েছে শুনলে ভিমড়ি খাবেন

এবার আর বিজেপির হাত থেকে পার পাবে না তৃণমূল, মমতাকে হারাতে বাংলায় বাঘা বাঘা প্রার্থী নামিয়েছে মোদী, তালিকায় যারা রয়েছে শুনলে ভিমড়ি খাবেন

এবার আর বিজেপির হাত থেকে
পার পাবে না তৃণমূল!!

মমতাকে হারাতে বাংলায়
বাঘা বাঘা প্রার্থী নামিয়েছে মোদী!

২০২৪ সালে এমন ব্যাক্তিদের
ময়দানে নামিয়েছেন, যাদের দেখে
টিএমসি নেতাদের ঘুম উড়েছে!

ভয়ে নাওয়া, খাওয়া
ছেড়ে দিয়েছে!

প্রকাশ্যে এলো ২০২৪ সালে
বিজেপির প্রার্থী তালিকা

ঝটপট দেখুন

সামনেই লোকসভা ভোট! ভোটের ময়দান কাঁপাতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী শিবির! দিল্লির কুর্সি কার দখলে যাবে সমগ্র দেশবাসীর নজর এখন সেই দিকেই! তবে এর পাশাপাশি আরও একটি দিকে,,, দেশবাসীর নজর রয়েছে।। আর সেটি হল, কোন দল কাদের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন সেই দিকে! সম্প্রতি লোকসভা নির্বাচনে ,,, বাংলায়,,, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে হৈচৈ কান্ড রাজনৈতিক শিবিরে। কারণ ২০২৪ সালের লোকসভা ভোটে,,, বাংলায় বিজেপির প্রার্থী তালিকায় বেশ ভালো রকমের রদবদল ঘটেছে। চলুন দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক,,,,, ২০২৪ সালে বাংলা থেকে বিজেপির কোন কোন প্রার্থী ভোটের ময়দান কাঁপাতে চলেছে –

তালিকার প্রথমেই আছে কোচবিহার। প্রত্যেক বারের মতন এইবারেও কোচবিহারকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। ২০২৪ সালে কোচবিহার থেকে বিজেপি প্রাপ্তি হিসেবে নিতিশ প্রামাণিককে দেখা যাবে।

এরপরে রয়েছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে মনোজ টিজ্ঞাকে দেখা যাবে বিজেপির প্রার্থী হিসেবে।

জলপাইগুড়ি থেকে বিজেপির প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন জয়ন্ত রায়।

এরপর রয়েছে দার্জিলিং। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র থেকে বিজেপির টিকিট পেয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা।

তালিকার পঞ্চম স্থানে আছে রায়গঞ্জ। এখান থেকে বিজেপির টিকিট পেয়েছেন দেবশ্রী চৌধুরী।

এবার দেখুন বালুরঘাট থেকে কে দাঁড়াচ্ছেন। বালুরঘাট থেকে বিজেপির মুখ হিসেবে দেখা যাবে হেভিওয়েট নেতা সুকান্ত মজুমদারকে। প্রত্যেক বারের মতো এবারেও বেশ হুংকার ছেড়ে ভোটের ময়দান কাঁপাবেন বলে জানিয়েছেন সুকান্ত বাবু।

বালুরঘাটের পর,,, রয়েছে উত্তর মালদা। সেখানে বিজেপির টিকিট পেয়েছেন খগেন মুর্মু।

এতো গেলে উত্তর মালদা। তবে দক্ষিণ মালদা থেকে এখনো কাউকে টিকিট দেওয়া হয়নি। দুজনের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। একজন হলেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং অপরজন হলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী।

এদিকে জঙ্গিপুর থেকে বিজেপির টিকিট পেয়েছেন মাহফুজা খাতুন।

বহরমপুর থেকে বিজেপির টিকিট পেয়েছেন পাপিয়া অধিকারী।

মুর্শিদাবাদ থেকে বিজেপির মুখ হিসেবে দেখা যাবে মোহন হালদারকে।

কৃষ্ণনগর থেকে এখনো কাউকে বিজেপির টিকিট দেওয়া হয়নি। তবে সম্ভাব্য তালিকায় রয়েছেন ঝুলন গোস্বামী এবং সৌমেন্দ্রনাথ মুখার্জি।

রানাঘাট থেকে মুকুটমণি অধিকারীকে দেখা যাবে বিজেপির প্রার্থী হিসেবে।

বনগাঁ থেকে বিজেপির টিকিটে দাঁড়াবেন শান্তনু ঠাকুর।

ব্যারাকপুরে বিজেপির টিকিট কাকে দেওয়া হবে এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য তালিকায় রয়েছে দুজনের নাম। একজন হলেন শিবদ্রা দত্ত এবং অন্যজন হলেন ফাল্গুনী পাত্র।

দমদম থেকে বিজেপির টিকিট পেয়েছেন শমিক ভট্টাচার্য।

এদিকে বারাসাতেও কাউকে এখনো টিকিট দেওয়া হয়নি। তবে তালিকা রয়েছেন দুজনের নাম একজন ডক্টর মধুচন্দ্র কর এবং অন্যজন হলেন রাহুল সিনহা।

বসিরহাট থেকে বিজেপির টিকিট পেয়েছেন শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ।

জয়নগর থেকে বিজেপির টিকিট পেয়েছেন উপেন বিশ্বাস।

মথুরাপুর থেকে বিজেপির তালিকা প্রাপ্তি হয়েছেন দিলীপ জাটুয়া।

ডায়মন্ড হারবারেও এখনো কাউকে টিকিট দেওয়া হয়নি। তালিকায় রয়েছেন দুজন সোনালী গুহা এবং শঙ্কুদেব পান্ডা।

এদিকে যাদবপুর থেকে বিজেপির হয়ে লোকসভার ময়দানে লড়বেন অঞ্জনা বসু।

এদিকে দক্ষিণ কলকাতা থেকে বিজেপির হয়ে কে ঝান্ডা ওড়াবেন সেটা এখনো নির্ধারিত হয়নি! তালিকায় তিন জনের নাম রয়েছে _ ডক্টর অনির্বাণ গাঙ্গুলী, কেয়া ঘোষ, বাবান ঘোষ।

উত্তর কলকাতার কেন্দ্র থেকেও এখনো কাউকে টিকিট দেওয়া হয়নি। তবে টিকিট পাওয়ার সম্ভাব্য তালিকায় নাম রয়েছে সজল ঘোষ এবং মিঠুন চক্রবর্তীর।

হাওড়া থেকে বিজেপির প্রার্থী হিসেবে রুদ্রনীল ঘোষকে দেখা যাবে।

হাওড়ার পরেই রয়েছে উলুবেরিয়া। এখানেও কাউকে এখনো টিকিট দেওয়া হয়নি। তবে সম্ভাব্য তালিকায় নাম রয়েছে দেবু দত্ত মাঝি এবং পাপিয়া অধিকারীর।

শ্রীরামপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে কাকে দেখা যাবে সেটাও এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য তালিকায় নাম রয়েছে দুজনের। একজন হলেন দেব জিৎ সরকার এবং অপরজন হলেন কবির শঙ্কর বোস।

এদিকে হুগলি থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন লকেট চ্যাটার্জী

আরামবাগ থেকে লড়বেন ডক্টর অর্চনা মজুমদার

তমলুক থেকে লড়বেন তাপসী মন্ডল।

কন্টাই থেকে লড়বেন সৌমেন্দু অধিকারী

ঘাটাল থেকে কে লড়বেন এখনো চূড়ান্ত হয়নি! সম্ভাব্য তালিকায় নাম রয়েছে ভারতী ঘোষ, অন্তরা ভট্টাচার্য এবং হিরন চাটার্জী।

ঝাড়গ্রাম থেকে লড়বেন সোনালী মুর্মু।

মেদিনীপুর থেকে দেখা যাবে দিলীপ ঘোষকে।

পুরুলিয়া থেকে থাকবেন জ্যোতির্ময় মাহাতো।

বাঁকুড়া থেকে সুভাষ নস্করকে দেখা যাবে বিজেপির প্রার্থী হিসেবে।

বিষ্ণুপুর থেকে থাকবেন সৌমিত্র খাঁ।

পূর্ব বর্ধমান থেকে থাকবেন পরেশ চন্দ্র দাস।

এদিকে বর্ধমান দুর্গানগর থেকে থাকবেন প্রিয়াঙ্কার টিব্রেওয়াল।

আসানসোল থেকে কাউকে এখনো বিজেপির টিকিট দেওয়া হয়নি। সম্ভাব্য প্রাকৃতিকালিকাই নাম রয়েছে অগ্নিমিত্রা পাল এবং জিতেন্দ্র তিওয়ারির।

এদিকে বোলপুর থেকে বিজেপির টিকিট পেয়েছেন রামপ্রসাদ দাস এবং বীরভূম থেকে বিজেপির টিকিট পেয়েছেন দুধকুমার মন্ডল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *