পশ্চিমবঙ্গের রামভক্তদের জন্য ফাটাফাটি সুখবর! এবার হাওড়া থেকেই যাওয়া যাবে রাম মন্দির! ঝটপট দেখে নিন যাবতীয় খুঁটিনাটি

পশ্চিমবঙ্গের রামভক্তদের জন্য ফাটাফাটি সুখবর! এবার হাওড়া থেকেই যাওয়া যাবে রাম মন্দির! ঝটপট দেখে নিন যাবতীয় খুঁটিনাটি

পশ্চিমবঙ্গের রামভক্তদের জন্য
ফাটাফাটি সুখবর!

এবার হাওড়া থেকেই
যাওয়া যাবে রাম মন্দির!

নাম মাত্র খরচে,
স্বল্প সময়ের মধ্যে,
পাওয়া যাবে রাম লালার দর্শন!

কিভাবে যাবেন?
কত টাকা খরচ পড়বে?

চটজলদি দেখুন
যাবতীয় খুঁটিনাটি

অবেশেষে নমোর হাত ধরে উদ্বোধন হলো রাম মন্দির। নতুন করে প্রাণ ফিরে পেলো অযোধ্যা । ঘরের ছেলে আবার ঘরে ফিরে এলো । রাম মন্দিরকে ঘিরে গোটা ভারতবাসীর মনে খুশীর বাতাবরণ ছড়িয়েছে । রামলালাকে দেখবে বলে উত্তেজনার পারদ তুঙ্গে। এমনকি সাধারণ মানুষও দেখতে যেতে পারবে রাম জনভূমি। এবার হাওড়া থেকে সহজেই যাওয়া যাবে অযোধ্যা । খুবই স্বল্প খরচে দর্শন পাওয়া যাবে শ্রী রাম চন্দ্রের।

গোটা দেশ এখন রাম ধাম নিয়ে ব্যস্ত । সকলেই জোরকদমে অযোধ্যা যাওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে ট্রেন ও বিমানের টিকিট ভাড়া । ভাড়ার জন্য যেতে পারছেন না অনেকেই ,,,, ,,, কিন্তু এদিকে রামচন্দ্রকে দেখার প্রবল ইচ্ছে। এবার এই ইচ্ছেও পূরণ হবে । একেবারে স্বল্প খরচে ঘুরে আসা যাবে অযোধ্যায়। তথ্যসূত্রে জানা গেছে , ট্রেনেই ঘুরে আসা যাবে অযোধ্যা। বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যা যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এমনকি স্পেশাল ট্রেন চালু হয়েছে হাওড়া থেকে। এই স্পেশাল ট্রেনের নাম আস্থা স্পেশাল ট্রেন । আগামী ১০০ দিনের জন্য এই ট্রেনগুলির পরিষেবা পাওয়া যাবে। ট্রেনের টিকিট কাটা শুরু হয়ে গেছে ২১ শে জানুয়ারী থেকে । জানা গেছে , হাওড়া থেকে আস্থা স্পেশাল ট্রেন প্রথম ছাড়বে ২৯ শে জানুয়ারী। এই ট্রেনের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১৬০০ টাকা । এই টিকিট কাটা যাবে আইআরসিটিসি- ওয়েবসাইটের মাধ্যমে । থাকা , খাওয়া সব ব্যবস্থা থাকবে এই স্পেশাল ট্রেনে । যদিওবা ২২ শে জানুয়ারী রাম মন্দিরে সাধারণের মানুষের প্রবেশ নিষেধ। উদ্বোধনের পরের দিন থেকে সকল মানুষের জন্য খুলে যাবে রাম মন্দিরের দ্বার । আর তাই সাধারণ মানুষের কথা ভেবেই কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *