রাম মন্দির নির্মাণের আসল খরচ কত শুনেছেন? টাকায় টাকায় লাল হয়েছে রাম মন্দিরের আনাচ কানাচ! বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা টাকা ঢেলেছেন

রাম মন্দির নির্মাণের আসল খরচ কত শুনেছেন? টাকায় টাকায় লাল হয়েছে রাম মন্দিরের আনাচ কানাচ! বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা টাকা ঢেলেছেন

রাম মন্দির নির্মাণের
আসল খরচ কত শুনেছেন?

টাকায় টাকায় লাল হয়েছে
রাম মন্দিরের আনাচ কানাচ!

এই মন্দিরের নির্মাণ খরচ,
গুনেও শেষ করতে পারবেন না!

বিশ্বের তাবড় তাবর ব্যক্তিরা
এই মন্দিরে টাকা ঢেলেছেন!

ঝটপট দেখে নিন,
রাম মন্দিরের মোট খরচপাতির হিসেব

আর কারা কারা দিলেন
সেই খরচপাতি, জানুন

উদ্বোধন হয়ে গেছে রাম মন্দির। ধুমধাম করে প্রধানমন্ত্রীর সমেত যোগীর হার ধরে খুলে গেছে রাম মন্দিরের দ্বার। দীর্ঘ ৫০০ বছরের লড়াই শেষ করে অবেশেষে নিজের জন্মভূমিতে ফিরলেন শ্রী শ্রী রামলালা। এই রাম মন্দিরকে ঘিরে উন্মাদনা যেন তুঙ্গে । ভারতবর্ষের সমস্ত মন্দিরকে ছাপিয়ে গিয়েছে রাম মন্দির। এই মন্দির যে,,,,,সে,,, মন্দির নয় এই মন্দিরের চাকচিক্যই বলে দেবে এই মন্দির আদতে একটি হাইভোল্টেজ মন্দির। আর এই হাই ভোল্টেজ মন্দির তৈরীতে লেগেছে কোটি কোটি টাকা । বড় বড় তারকা থেকে শুরু করে তাবড় তাবড় ক্রিকেটারও বাদ পড়েনি এই তালিকায় । তথ্য সূত্র জানা গেছে , পুরো রাম মন্দির তৈরী করতে মোট ১৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। অক্ষয় থেকে হেমা মালিনী সকলেই দান করেছে রাম মন্দির নির্মাণের জন্য । তাদের অনুদানের মাত্রা শুনলে চোখ কপালে উঠে যাবে । জানা গেছে , বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ৫ কোটি টাকা দান করেছেন , অনুপম খের রাম মন্দির নির্মানে জন্য যে ইটের প্রয়োজন সেই ইটের দাম দিয়েছেন। কিন্তু এই ইট আবার সাধারণ ইট নয় , এই ইটের ওপর খোদাই করা রয়েছে শ্রী রামের নাম । অক্ষয় কুমার ও হেমা মালিনী মন্দিরের জন্য টাকা দান করেছেন , কিন্তু তাদের অনুদানের মাত্রা সকলের সামনে তুলে ধরেননি । যদিওবা জানা গেছে অনুদানের মাত্রা কোটির কাছাকাছি , গানের জগতে বিখ্যাত তারকা সনু নিগম ১ কোটি টাকা অনুদান করেছেন ,,,,,,,, ধর্মগুরু মোরারি বাপু ১১ কোটি ৩০ লক্ষ টাকা দান করেছেন , গুজরাটের হিরে ব্যবসায়ী গোবিন্দ ভাই ঢোলাকিয়া ১১ কোটি টাকা দিয়েছেন। এছাড়াও দক্ষিণী অভিনেত্রী প্রনিতা সুভাষ দান করেছেন ১ লক্ষ টাকা, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর দান করেছেন ১ কোটি টাকা , মুকেশ খান্নাও ১ লক্ষ ১১ হাজার টাকা দান করেছে । এছাড়াও এমনকি বাদ পড়েনি ভিক্ষুকরাও, প্রয়োগরাজ ও কাশির ৩০০ ভিক্ষুক দান করেছে চার লক্ষ টাকা। তাছাড়াও রয়েছে অসংখ্য রাম ভক্ত যা শুধু ভারত নয় মার্কিনযুক্ত রাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক জায়গায় থাকা ভক্তদের থেকে এসেছে বিপুল পরিমাণ অনুদান ।
বলা যায় বিশাল টাকার অনুদান জমা পড়েছে । এছাড়া তো রয়েছে সরকারের আর্থিক অনুদান , সব মিলিয়েই খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা । আর এই টাকায় তৈরি হয়েছে রাম ধাম । গোটা ভারত তথা বিশ্ব ঘুরে নিলেও রাম মন্দিরের মত একটিও মন্দির খুঁজে পাওয়া যাবে না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *