পশ্চিমবাংলা থেকে লাক্ষাদ্বীপ কিভাবে যাবেন? যাতায়াতে কত খরচ পড়বে? কোন রুটে গেলে কম লাগবে সময়?

পশ্চিমবাংলা থেকে লাক্ষাদ্বীপ কিভাবে যাবেন? যাতায়াতে কত খরচ পড়বে? কোন রুটে গেলে কম লাগবে সময়?

পশ্চিমবাংলা থেকে লাক্ষাদ্বীপ
কিভাবে যাবেন?

যাতায়াতে কত খরচ পড়বে?
কোন রুটে গেলে কম লাগবে সময়?
বাঁচানো যাবে টাকা?

সেখানে গিয়ে
থাকবেনই বা কোথায়?

দেখে নিন সম্পূর্ন রুটম্যাপ

এখন সকলের পরবর্তী গন্তব্য লাক্ষাদ্বীপ । ভ্রমনপ্রেমীরা তো নতুন কোনো জায়গার খোঁজ পেলেই হলো। কিন্তু বেশ কিছুদিন যেনো সকলের মধ্যে লাক্ষাদ্বীপ যাওয়ার আগ্রহটা একটু বেশীই বেড়েছে । হবে নাই না কেনো নিজের দেশের লুকোনো রত্ন যখন সকলের সামনে এসেছে তাহলে সেই রত্ন দেখার ঝোঁক তো বাড়বেই। সব তো ঠিক আছে! কিন্তু কি ভাবে যাবে লাক্ষাদ্বীপ যাবে বুঝে অনেকেই পারছেন না , কেউ কেউ গুগল সার্চ করছেন। কিন্তু সেভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এদিকে আবার কোনো টুরিস্ট গাইডও পাওয়া যাচ্ছে না । ভেবে ভেবে চিন্তায় মাথায় হাত পড়েছে। তাও কোনো সুরাহা নেই । আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কিভাবে খুব সহজে পশ্চিমবঙ্গ থেকে লাক্ষাদ্বীপ যাবেন।

বাংলা থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন বা বিমান নেই । ভারতের কোনো প্রান্তেই এই সুবিধা নেই । যদিওবা ত নিয়ে চিন্তা করবেন না । আপনি যদি ট্রেনে করে পৌঁছাতে চান তাহলে ট্রেনে করে কোলকাতা থেকে প্রথমে চলে যেতে হবে কেরলের এনার্কুলাম দক্ষিণ রেলওয়ের স্টেশনে , এছাড়া আপনি বিমানেও আসতে পারেন । এরপর এর্ণাকুলাম থেকে দু- ভাবে যাওয়া যায় এক আকাশপথে বিমান করে আর জলপথে জাহাজ করে।বিমান করে আসতে চাইলে লাক্ষাদ্বীপের আগত্তি বিমানবন্দরে আসতে হবে । কোচি বিমানবন্দর থেকে প্রতিদিন বেশ কয়েকটি বিমান রয়েছে । বিমানে করে গেলে মাত্র দেড় ঘণ্টার মধ্যে আগত্তি বিমানবন্দরে পৌঁছে যাবেন । কিন্তু জাহাজে করে এলে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ায় কোচি থেকে ফেরি পরিষেবার সুবিধা রয়েছে । ফেরি পরিষেবা পেতে গেলে আগের থেকে বুকিং করে রাখতে হয় । জাহাজে করে পৌঁছাতে ১২ থেকে ১৬ ঘণ্টা বা তার বেশি লাগতে পারে । এই ভাবেই আপনি পৌছে যাবেন লাক্ষাদ্বীপে। যাতায়াত খরচ পড়বে ৪০ থেকে ৩০ হাজারের মধ্যে। আর সেখানে গিয়ে হোটেলে থাকা খাওয়ার খরচ মিলিয়ে মোটামুটি ৫০ হাজার টাকার কাছাকাছি পড়বে। সব মিলিয়ে লাখ টাকার ধাক্কা!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *