ভিসা

ভিসা ছাড়াই কতগুলো দেশ ঘুরতে পারবেন ভারতীয়রা? শুধু পাসপোর্ট দিয়েই কতগুলি দেশ ভ্রমণ করতে পারেন ভারতীয়রা? শক্তিশালী পাসপোর্টের তালিকায় কত নম্বরে রয়েছে ভারতের নাম?

ঘুরতে যেতে কে না ভালবাসে! আর সেই ঘুরতে যাওয়ার জায়গা যদি বিদেশ হয়, তাহলে তো আর কথাই নেই। আমাদের দেশে বহু মানুষ রয়েছেন, বছরের  বিভিন্ন সময়ে যারা বিদেশ যান। তবে এমন অনেক প্রবাসী ভারতীয়ই আছেন যাঁরা শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য নয়, পড়াশোনার জন্য  কিংবা চাকরি বাকরির উদ্দেশ্য বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে।

তবে বিদেশে ভ্রমণ করার জন্য নাগরিকদের সবার প্রথমেই  দরকার হয় পাসপোর্ট। এই পাসপোর্টের শক্তির ওপরেই নির্ভর করছে বিদেশে গিয়ে কোন দেশের নাগরিক কত বেশি সুবিধা পাবেন? তাই নতুন বছরে যদি কারও  বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে তার আগে  অবশ্যই জেনে নিন  ভারতীয় পাসপোর্ট বর্তমানে বিদেশে কতটা শক্তিশালী? এই তথ্য জানা থাকলে ভারতীয়রা জানতে পারবেন তারা কোন কোন দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন?

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে লন্ডনের গ্লোবাল সিটিজেনশিপ এন্ড এডভাইস ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্টের তালিকা তৈরি করেছে। ২০২৪ সালের এই নতুন তালিকায় প্রথম স্থানেই  একসঙ্গে জায়গা করে নিয়েছে ছয়টি দেশ। এই দেশ গুলি হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন। সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী হওয়ায় এই সমস্ত দেশের নাগরিকরা  মোট ১৯৪ টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরও তিনটি দেশ সুইডেন, অস্ট্রিয়া, এবং ডেনমার্ক। এই তিন দেশের মানুষরা মোট ১৯৩ টি দেশ বিনা ভিসায় যাতায়াত করতে পারবেন। কিন্তু জানেন কি এই তালিকায় ভারতের নাম রয়েছে কত নম্বরে? জানা যাচ্ছে এই তালিকায় ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে ৮০ নম্বর স্থানে। একইসাথে নাম রয়েছে উজবাকিস্তানের। এই দুই দেশের পাসপোর্ট হাতে থাকলে মোট ৬২টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যেতে পারে।

তবে শক্তিশালী এই পাসপোর্টের তালিকায় ভারতের থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছে চীনের পাসপোর্ট। ৬২ নম্বরে নাম থাকায়  চীনের  বাসিন্দারা মোট ৮৫ টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তবে জানেন এই তালিকায় কত নম্বরে জায়গা পেয়েছে ভারতের  প্রতিবেশী দেশ পাকিস্তান? রিপোর্ট বলছে শক্তিশালী পাসপোর্টের এই তালিকায় পাকিস্তানের নাম রয়েছে একেবারে শেষের দিক দিয়ে  চার নম্বরে অর্থাৎ ১০১ নম্বরে। তাই নিয়ম অনুযায়ী পাকিস্তানের পাসপোর্টধারী বাসিন্দারা মোট ৩৪ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *