রাম মন্দিরের গর্ভগৃহে, শুধুমাত্র এই ৫ জন ব্যক্তি ঢুকতে পারবেন! আর কেউ ধারে কাছেও থাকতে পারবে না, এই ৫ ব্যক্তি কারা? দেখুন

রাম মন্দিরের গর্ভগৃহে, শুধুমাত্র এই ৫ জন ব্যক্তি ঢুকতে পারবেন! আর কেউ ধারে কাছেও থাকতে পারবে না, এই ৫ ব্যক্তি কারা? দেখুন

রাম মন্দিরের গর্ভগৃহে, শুধুমাত্র
এই ৫ জন ব্যক্তি ঢুকতে পারবেন!

আর কেউ ধারে কাছেও
থাকতে পারবে না!

একটি মশা মাছিও
ঢুকতে পারবে না !
তাহলেই সর্বনাশ!

কেবল ৫ ব্যাক্তির কাছেই
ঢোকার অনুমতি আছে!

এই ৫ ব্যাক্তি কারা?
দেখুন

সামনেই রাম মন্দিরের উদ্বোধন । চলতি মাসের এর ২২ শে জানুয়ারী সেই মাহেন্দ্রক্ষণ । দেশ বিদেশ থেকে নিমন্ত্রণ করা হয়েছে হাজার হাজার অতিথিকে। বড়ো বড়ো সেলিব্রেটি থেকে শুরু করে হাই ভোল্টেজ রাজনীতিবিদদের আমন্ত্রণ করা হয়েছে । এমনকি বাদ পড়েননি সাধু সন্ন্যাসী থেকে শুরু করে ভিক্ষুকরাও,,, হাজার হাজার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে । ভিড় জমবে হাজার হাজার মানুষের । কিন্তু হাজার হাজার মানুষের ভিড় জমলেও এই হাইফাই মন্দিরের গর্ভগৃহে যে সে প্রবেশ করতে পারবে না। হাতেগুনে পাঁচ জন ব্যক্তি প্রবেশ করতে পারবে। আর এই পাঁচজন ব্যক্তি যে সে ব্যক্তি নয় একেবারে উঁচু মানের ব্যক্তি । আর এই পাঁচজন ব্যক্তির বাইরে ভুল করেও যদি কেউ গর্ভগৃহে প্রবেশ করে তাহলে কানমুলে তুলে নিয়ে যাবে মামা বাড়ির লোকেরা ।

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন পুরো দমে চলছে ,, আর এই উৎসব পালনের জন্য অযোধ্যার কোনো প্রান্ত বাদ পড়েনি যেখানে সাজানো হয়নি । ২২ শে জানুয়ারী এই উৎসবে গোটা অযোধ্যাবাসী মেতে উঠবে । ১৫ ই জানুয়ারী থেকে মন্দিরের পুজা শুরু হয়ে যাবে । ২২ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে মূর্তির প্রতিষ্ঠা হবে আর এই উৎসবের দিনে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে মাত্র পাঁচজন । সূত্র অনুযায়ী, সেই পাঁচ জনের তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রাম মন্দির চত্বরেই অস্থায়ী মন্দির থেকে রামলালার মূর্তি বহন করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন। এছাড়াও গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত এবং মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাস । এর বাইরে কেউ গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না । প্রবেশ করলেই সর্বনাশ ,, বাড়ি ফিরতে পারবেন কেউ ,, কেননা এই নিষেধ অমান্য করে কেউ যদি গর্ভগৃহে প্রবেশ করেন তাহলে নিরাপত্তা রক্ষীরা ধরে বেঁধে জেলে ঢুকিয়ে দেবেন । এছাড়াও ওই দিন মন্দিরের বাইরে কাউকে ঝামেলা না সৃষ্টি করার অনুরোধ করা হয়েছে ,, কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই জানা গেছে। যদিওবা প্রধানমন্ত্রীর নির্দেশে ২২ শে কাউকে মন্দিরে ভিড় করতে না করেছেন ,,, সকলের জন্য এই মন্দিরের দ্বার খোলা ২৬ শে জানুয়ারি থেকে । তাই প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন , ২৬ শে জানুয়ারী থেকেই সকল রাম ভক্তরা রাম দর্শনের জন্য আসুন ।

এই রকম আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন বাংলা হান্টের ভিডিও পেজে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *