রাম মন্দির নির্মাণে গরীব ভিখেরিরাও মোটা অঙ্কের অনুদান দিয়েছেন! অল্প স্বল্প নয়, একেবারে লাখ লাখ টাকার অনুদান! মোট কত টাকা দিয়েছেন ভিখারীরা? শুনলে থ হয়ে যাবেন

রাম মন্দির নির্মাণে গরীব ভিখেরিরাও মোটা অঙ্কের অনুদান দিয়েছেন! অল্প স্বল্প নয়, একেবারে লাখ লাখ টাকার অনুদান! মোট কত টাকা দিয়েছেন ভিখারীরা? শুনলে থ হয়ে যাবেন

রাম মন্দির নির্মাণে গরীব হিন্দু ভিখেরিরাও
মোটা অঙ্কের অনুদান দিয়েছেন!

অল্প স্বল্প নয়, একেবারে
লাখ লাখ টাকার অনুদান!

পেশায় ভিক্ষুক হলেও, এরা
দান করেছেন শিল্পপতিদের মতন!

রাম নামেই বিলিয়েছেন
খয়রাতির সমস্ত টাকা!

রাম মন্দির নির্মাণে
মোট কত টাকা দিয়েছেন ভিক্ষুকরা?

শুনলে,
থ হয়ে যাবেন

সময় যেনো এগোতেই চাইছে না ,, কবে আসবে সেই ২২ শে জানুয়ারি সেই অপেক্ষায় ঘুম উড়েছে রাম ভক্তদের । রাম মন্দিরের যাবতীয় কাজ প্রায় শেষ এখন চলছে ফিনিশিং টাচ দেওয়া,,,,, জানেন এই রাম মন্দির তৈরীতে কারা কারা দান করেছে ,,,, তালিকায় রয়েছে শয়ে শয়ে লোক । বড়ো বড়ো শিল্পপতি থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতা- অভিনেত্রী সকলেই। কিন্তু শুনলে অবাক হবেন এই রাম মন্দির নির্মাণের অনুদানের তালিকায় বাদ পড়েনি ভিক্ষুকরা। হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন রাম মন্দির তৈরীতে ভিক্ষুকরাও টাকা দিয়েছে । এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই ভিক্ষুকরা কত টাকা অনুদান করেছে? তাহলে চলুন জেনে নিই ——

২০২০ সালে রাম মন্দিরের ভিত্তি স্থাপনের পর এই মন্দিরের জন্য সকলেই দু হাত খুলে অনুদান করেছে। এই হাইভোল্টেজের মন্দির নির্মাণে গোটা বিশ্ব থেকেই অনুদান করেছে ভক্তরা। মুকেশ আম্বানি থেকে শুরু করে আদানি ,,, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি , এমনকি বড়ো বড়ো নেতা অভিনেতারাও অনুদানের তালিকায় রয়েছেন । আর এই বার সকলকে তাক লাগিয়ে দিয়ে এই অনুদানের তালিকায় যুক্ত হলেন ৩০০ ভিক্ষুকেরা। সহায় সম্বলহীন এই ভিক্ষুকরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যেখানে অন্যের কাছে হাত পাতে সেই ভিক্ষুকদের মহানতা দেখে স্তব্ধ গোটা ভারতবাসী।সূত্রে জানা গিয়েছে , এই মন্দির নির্মাণে কাশী ও প্রয়াগরাজের ৩০০ ভিক্ষুকের অবদান রয়েছে । সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে , এই ৩০০ মহৎ হৃদয়ের অধিকারীরা মন্দির নির্মাণের জন্য মোট সাড়ে চার লক্ষ টাকা দান করেছে। আর তাঁদের এই উদ্যোগকে স্বীকৃতি দিতে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানের দিন ওই ভিক্ষুকদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আপনারা কি জানেন এই রাম মন্দির তৈরীতে মোট ১৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। তার মধ্যে ৫ হাজার কোটি টাকা শুধুমাত্রঅনুদান হিসেবে জমা পড়েছে। ট্রাস্টের তরফে আগে জানানো হয়েছিলো, ৩৫০০ কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া গেছে। কিন্তু বর্তমানে তা আরো দেড় গুণ বেড়ে ৫ হাজার কোটিতে দাঁড়িয়েছে । বিশ্বের নানা প্রান্তে বাস করা রাম ভক্তরাও এই অনুদানে যোগ দিয়েছেন । জানা গেছে, যত টাকা অনুদান হিসেবে জমা পড়েছে তার সুদেই মন্দিরের প্রথম তলা নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের ট্রাস্টের মতে মন্দির নির্মাণে, মোট তিনটি ব্যাংকে সকলের টাকা দান করছে এই মুহূর্তে অনুদানের টাকার পরিমান যা হয়ে দাঁড়িয়েছে তা একেবারেই আশার বাইরে।

হ্যাঁ এখন অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে এই মন্দির তৈরীর জন্য অনেকে সাধারণ মানুষতো দান করেছে কই তাদের কথা তো বলছেন না শুধু বিশেষভাবে ভিক্ষুকরাই কেন,,, কি জানেন আমার আপনার সকলের বেঁচে থাকার জন্য মাথার ওপর ছাদ রয়েছে ,পেট চালানোর জন্য চাকরী রয়েছে কিন্তু এই ভিক্ষুকদের তো সামান্য ছাদ টুকু নেই তাদের এই জমানো পুঁজিই তাদের সম্বল ,, কিন্তু তারা সাত পাঁচ না ভেবেই এই উদ্যোগে সামিল হয়েছে । তাই এই ৩০০ ভিক্ষুকদের উদ্যোগ সত্যি মর্মস্পর্শী।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *