এবার ট্রাফিক পুলিশদের মাথায় বাজ! মন চাইলেই, ইচ্ছামত চালান ফাইন কাটতে পারবেন না!চালাকি করলেই ধরে ফেলবে গাড়ি চালক!

এবার ট্রাফিক পুলিশদের মাথায় বাজ! মন চাইলেই, ইচ্ছামত চালান ফাইন কাটতে পারবেন না!চালাকি করলেই ধরে ফেলবে গাড়ি চালক!

এবার ট্রাফিক পুলিশদের
মাথায় বাজ!

মন চাইলেই, ইচ্ছামত চালান ফাইন
কাটতে পারবেন না!

চালাকি করলেই ঘাড় মটকাবে
গাড়ি চালক!

দুর্ধর্ষ ব্যবস্থায় এসেছে
গাড়ি চালকদের হাতে!

যা প্রতিটি ড্রাইভারের
জেনে রাখা উচিত

দেখুন কি সেই ব্যবস্থা

এখনও কাটতে হচ্ছে চালান, দরকারী তথ্য না থাকলে পড়তে হচ্ছে মুশকিলে । কিন্তু আর না , এখন থেকে চিন্তা ছাড়াই রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে পারেন , সাথে রাখতে হচ্ছে নাহ কোনো ডকুমেন্টস , আর না পকেট থেকে বের করতে হচ্ছে কোনো নোট। হ্যাঁ ঠিকই শুনছেন কোনো ডকুমেন্টস না নিয়েই এইবার গাড়ি চালানো। ভাবছেন কি ভাবে , তাহলে চলুন জেনে নিই কিভাবে —
গাড়ি নিয়ে বেরোতে অনেকেই পছন্দ করেন , কিন্তু অনেক সময় এই গাড়ি চালাতে গিয়েই পড়তে হয় সমস্যায় । তাড়া হুড়োর চক্করে হয়তো ভুলে গেছেন গাড়ির লাইন্সেস, অথবা পিইউসি সার্টিফিকেট, আর এই ভুলে যাওয়া আপনার জীবনের অনেক বড়ো সমস্যা তৈরি করতে পারে । একবার ট্রাফিক পুলিশের খপ্পরে পড়লেই গুনতে হবে হাজার হাজার টাকা । আর সমস্যা সমাধান মুক্তি দিতে তৈরী হয়েছে মুশকিল আসান, যার নাম ডিজিলকার। এখন তো সবার হাতে স্মার্ট ফোন আছেই । কিন্তু সেই স্মার্ট ফোন শুধু বিনোদনের জন্য লাগালে হবে , বিপদের সময়ও কাজে লাগাতে হবে । ভারত সরকার দ্বারা এই অ্যাপটি সার্টিফায়েড । তাই আজকেই আপনার স্মার্ট ফোনে ডাউনলোড করে নিন ডিজিলকার । আর এই অ্যাপের মাধ্যমেই আপনার এই সমস্যা চট জলদি দুর হয়ে যাবে । এই অ্যাপে আপনি যাবতীয় নথিপত্র রাখতে পারবেন , ড্রাইভিং লাইসেন্স, পিইউসি সার্টিফিকেট। এরপর যদি কখনো গাড়ী নিয়ে বাইরে বেরোন আর নথিপত্রের হার্ডকপি নিয়ে বেরোতে হবে না। ট্রাফিক পুলিশের খপ্পরে পড়লেই ফোন থেকে দেখিয়ে দিন আপনার যাবতীয় নথিপত্র । তবে এই অ্যাপ নিয়ে ভয় পাবেন না , এইটি একটি বৈধ অ্যাপ। ভারতীয় সরকার দ্বারা স্বীকৃত এই অ্যাপটিতে আপনি যাবতীয় নথিপত্র রাখতে পারেন । রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড , মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এই অ্যাপে থাকছে ১ জিবি তথ্য সংরক্ষণ করার মতো ক্ষমতা। তাই এখন আর নথিপত্র নিয়ে ঘুরে বেড়ানোর ভয় মাথায় থাকছে না ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *