ব্যাঙ্ক ছুটির তালিকা

নতুন বছরের শুরু থেকেই ঠাসা ছুটি ব্যাঙ্ক কর্মীদের! জানুয়ারিতেই ১৩ দিন তালা বন্ধ থাকবে ব্যাঙ্ক! অকারণ ব্যাঙ্কে গিয়ে হয়রানি হওয়ার আগেই দেখে নিন জানুয়ারি মাসের পুরো মাসের ছুটির তালিকা।

বছরের শুরুতেই ছুটির লম্বা তালিকা! ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ইতিমধ্যেই ২০২৪ সালের ব্যাঙ্ক ছুটির তালিকা ঘোষণা করেছে। এবছর জানুয়ারিতেই মোট ১৩ দিন ছুটি থাকবে। তাই এই মাসে ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে আগে থেকেই ছুটির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া দরকার। না জেনে অসুবিধায় পড়ার আগেই দেখে নিন পুরো মাসের ছুটির তালিকা।

দেখে নিন জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা:

১ লা জানুয়ারি সোমবার বছরের প্রথম দিন ইংরাজি নববর্ষ উপলক্ষে সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ ছিল। তারপরেই আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার মিশনারি ডে উপলক্ষে শুধুমাত্র মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তার পরের দিন ১২ জানুয়ারি, শুক্রবার স্বামী বিবেকানন্দের  জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক। আর তার পরের দিন ১৩ জানুয়ারি পড়েছে শনিবার। এইদিন সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন ১৪ জানুয়ারি, রবিবার হওয়ার পাশাপাশি সংক্রান্তি পড়ায় বন্ধ থাকবে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক।

আগামী ১৫ জানুয়ারি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে পোঙ্গল ও তিরুভাল্লুভার দিবস উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্ক। পরের দিন ১৬ অর্থাৎ  জানুয়ারি -ই টুসু পুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, আর আসামে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন ১৭ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষ্যে একাধিক রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে।

এরপর আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষেও বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫ জানুয়ারি হিমাচল প্রদেশে রাজ্য দিবস হবার কারণে  রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং ২৭ জানুয়ারি চতুর্থ শনিবার হবার কারণে সারা ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও মাসের একেবারে শেষ দিন আগামী ৩১ জানুয়ারি মে-দাম- মে-ফি উপলক্ষ্যে আসামের ব্যাঙ্কে ঝুলবে তালা।

তাই জানুয়ারি মাসে ব্যাঙ্ক যাওয়ার আগে ছুটির দিন গুলো দেখে তবেই বাড়ি থেকে বেরোনো ভালো। তা না হলে অকারণ হয়রানি হবে গ্রাহকদেরই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *