রাম মন্দির উদ্বোধনের আগেই তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টির দাপট! পাগলা ঘোড়ার মতন উন্মাদ, বঙ্গোপসাগর!

রাম মন্দির উদ্বোধনের আগেই তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টির দাপট! পাগলা ঘোড়ার মতন উন্মাদ, বঙ্গোপসাগর!

রাম মন্দির উদ্বোধনের আগেই
তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টির দাপট!

পাগলা ঘোড়ার মতন
উন্মাদ, বঙ্গোপসাগর!

টগবগিয়ে ফুঁসছে সমুদ্রের জল!
যখন তখন শুরু হবে ভয়ংকর তাণ্ডব!

সাংঘাতিক বিপদে
ভারত-বাংলাদেশ!

অশনি সংকেত দেখছে
হাওয়া অফিস!

কবে, কোথায় ল্যান্ডফল
হতে চলেছে?

বাংলার কোন কোন জেলায়
জারি রেড এলার্ট?

কোন দিক থেকে
ধ্বংসযজ্ঞ শুরু করবে এই ঘূর্ণাবর্ত?

রাম মন্দির উদ্বোধনের আগেই তোলপাড় করা খবর শোনালো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর এই মুহূর্তে মাথার ওপর একটি ঘুর্ণাবর্ত নাচছে। যার প্রভাবে রাম মন্দির উদ্বোধনের আগেই, একসঙ্গে ৫ জেলায়
ঝড়-বৃষ্টির দাপট শুরু হবে। সূত্রের দাবি, বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে রাম মন্দির উদ্বোধনের আগেই পশ্চিমী ঝঞ্ঝা তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা চোখ রাঙালেই ডিসেম্বরেই বাংলার একাধিক জেলার মাটি ভিজতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের তৈরি হওয়া ঘূর্ণাবর্তটির কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলায় ডুকছে। যার ফলে তাপমাত্রার পারদ পাল্লা দিয়ে বাড়ছে। শীতের নাম গন্ধও গায়েব হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হবে। বাংলার এই জেলাগুলোকে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে,, ঝড় বৃষ্টির দাপট থেকে রক্ষা পাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলো। সেখানকার বাঁকুড়, পুরুলিয়ার মতন পশ্চিমের জেলাগুলোতে,,, খানিকটা শীত থাকবে এবং ঝাঁকিয়ে বৃষ্টিপাত হবে। কলকাতার আবহাওয়া অনেকটা একই রকমই থাকবে। কলকাতাতে শীতের পারদ সর্বনিম্ন ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। অনেকেই উত্তরপ্রদেশের অযোধ্যার আবহাওয়া সম্পর্কে জানতে চাইছেন। অযোধ্যায় শীতের দাপট বাংলার থেকেও অনেকটা কম আছে। সেখানে দিনের বেলায় গরম লাগলেও,, রাতের দিকে ঝাঁকিয়ে ঠান্ডা পরছে। এদিকে আবাহাওয়া দপ্তর সূত্রে খবর,,, বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। তবে এই ঘূর্ণাবর্তটি কখন কিভাবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং কোথায় কোথায় তান্ডব চালাবে তা এখনো বিস্তারিত জানানো হয়নি। হাওয়া অফিস সূত্রে সকল জেলাকে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *