পোস্ট অফিস

নতুন বছরেই এল দারুন সুখবর! বছরের শুরুতেই সুবর্ন সুযোগ দিচ্ছে পোস্ট অফিস! অল্প টাকা বিনিয়োগ করেই মিলবে মোটা টাকার নিশ্চিত রিটার্ন! পয়লা জানুয়ারি থেকেই পোস্ট অফিসের একাধিক স্কিমে বাড়লো সুদের হার! বিনিয়োগ শুরুর আগে এখনই জানুন বিস্তারিত!

শুধুমাত্র টাকা অর্থ উপার্জন করলেই হয় না, তা সঞ্চয় করাও জরুরী! তাই আমাদের দেশের বেশিরভাগ মানুষই টাকা সঞ্চয়ের ব্যাপারে চোখ বুজে ভরসা করেন পোস্ট অফিসের ওপর। আসলে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা রাখলে খুব ভালো পরিমাণ নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। যা বিভিন্ন ব্যাংক কিংবা সরকারি প্রকল্পের তুলনায় অনেক বেশি।

তাই কেন্দ্রীয় সরকার পরিচালিত পোস্ট অফিসের  এই স্কিম গুলিতে গ্রাহকরা নির্ভয়ে টাকা রাখতে পারেন। পাশাপাশি পোস্ট অফিসের টাকা রাখলে পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। আর নতুন বছরের শুরুতেই পোস্ট অফিসের গ্রাহকদের জন্য এসে গেল এক দারুন সুখবর। ১ লা জানুয়ারি থেকেই পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিমে বেড়েছে সুদের হার।  আসুন জানা যাক পয়লা জানুয়ারি থেকেই পোস্ট অফিসের  কোন কোন স্কিমে কত শতাংশ বাড়লো সুদের হার?

আসুন দেখে নেওয়া যাক নতুন বছরে পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ পাওয়া যাবে।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে  সুদের হার ৪ শতাংশ,

ফিক্সড ডিপোজিট (FD

১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯০ শতাংশ।

২ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে  ৭.০০ শতাংশ সুদ মিলবে।

কেউ যদি ৩ বছরের ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিনি  ৭.১০ শতাংশ সুদ পাবেন।

এছাড়া ৫ বছরের ফিক্সড ডিপোজিটে  ৭.৫০ শতাংশ হরে সুদ মিলবে।

রেকারিং ডিপোজিটে সুদের হার ৬.৭০ শতাংশ।

মান্থলি ইনকাম স্কিমে সুদ পাওয়া যাবে ৭.৪০ শতাংশ।

নতুন বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনায়  সুদের হার বেড়ে হয়েছে  ৮.২০ শতাংশ।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট সুদ পাওয়া যাচ্ছে ৭.৫০ শতাংশ।

অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ মিলবে  ৮.২০ শতাংশ।

কিষান বিকাশ পত্র স্কীমে  ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে।

এছাড়া পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার হবে ৭.১০ শতাংশ।

আর ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেটে সুদ দেওয়া হবে ৭.৭০ শতাংশ।

এখানে বলে রাখি নতুন বছরে পোস্ট অফিসের মাত্র ২টি স্কিমেই সুদের হার বাড়ানো হয়েছে। তার মধ্যে অন্যতম সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কীমে ২০২৩ সালে সুদের হার ছিল ৮.০০ শতাংশ নতুন বছরে তা বেড়ে হয়েছে ৮.২০ শতাংশ। এছাড়া সুদের হার বেড়েছে ৩ বছরের ফিক্সড ডিপোজিটেও। গত বছর এক্ষেত্রে সুদের হার ছিল ৭.০০ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৭.১০ শতাংশ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *