রাম মন্দির উড়িয়ে দেওয়া হবে, ভেঙ্গে দেওয়া হবে, রাম লালার মূর্তি! মারাত্মক হুমকি পেল রাম মন্দির কমিটি! কিন্তু কে দিল এই হুমকি? দেখুন

রাম মন্দির উড়িয়ে দেওয়া হবে, ভেঙ্গে দেওয়া হবে, রাম লালার মূর্তি! মারাত্মক হুমকি পেল রাম মন্দির কমিটি! কিন্তু কে দিল এই হুমকি? দেখুন

রাম মন্দির
উড়িয়ে দেওয়া হবে!

ভেঙে দেওয়া হবে,
রাম লালার মূর্তি!

মারাত্মক হুমকি পেল
রাম মন্দির কমিটি!

উদ্বোধনের আগেই
বড়সড় অঘটনের হুঁশিয়ারি!

আতঙ্কে হুলস্থুল কান্ড
অযোধ্যা নগরে!

কিন্তু কে দিল এই হুমকি?
দেখুন

রাম মন্দিরকে ঘিরে,, কেউ বা কারা,, নাশকতার ছক কষতে পারে,, সেটা আগে থেকেই অনুমান করেছিল ভারতীয় গোয়েন্দা বিভাগ। তারা আগে থেকেই ভেবেছিল,
অনিষ্ঠ চিন্তাকারী কারো দ্বারা রাম মন্দির ক্ষতিগ্রস্থ হতে পারে। গোয়েন্দাদের অনুমানই সত্যি হলো। তথ্য সূত্রে খবর, এবার রাম মন্দির উদ্বোধনের আগেই সাংঘাতিক হাড় হিম করা হুমকি পেল রাম মন্দির কমিটি। যা শুনলে আপনারও বুক শুকিয়ে যাবে। বিশিষ্ট সংবামাধ্যম সূত্রে খবর, সম্প্রতি রাম মন্দির কর্তৃপক্ষ একটি হুমকির ইমেইল পেয়েছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে,,,, রাম মন্দির উদ্বোধনের আগেই, অর্থাৎ ২১ জানুয়ারি, রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। মারাত্মক বিস্ফোরণে ফাটিয়ে দেওয়া হবে রামলালার মূর্তি।

তবে এই হুমকি রাম মন্দির কমিটিকে সরাসরি দেওয়া হয়নি। এই হুমকি দেওয়া হয়েছে ভারতীয় কিষাণ মঞ্চের জাতীয় সভাপতি দেবেন্দ্র তিওয়ারিকে। যিনি রাম মন্দির উদ্বোধনের অন্যতম অতিথি। তাকে ইমেইল করে এই হুমকি দিয়েছে এক যুবক। বিশিষ্ট স্বনাম ধন্য সংবাদ মাধ্যম ও আরো অন্যান্য তথ্য সূত্রে জানা গিয়েছে, এই যুবকের নাম জুবেইর হোসেন। তথ্যসূত্র দাবি এই যুবক দেবেন্দ্র তিওয়ারিকে ইমেইল করে হুমকি দিয়েছেন।

এই দেখুন দেবেন্দ্র তিওয়ারির টুইটার পোস্ট,

( ছবি গুলো দেখাবে )

যেখানে তিনি হুমকির ছবি ও বিবরন তুলে ধরেছেন। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত আধিকারিকেরা জানিয়েছেন বিষয়টি গভীরভাবে খুঁটিয়ে দেখা হচ্ছে। এছাড়াও যিনি হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জেরে অযোধ্যা জুড়ে শোরগোল পরে গিয়েছে। প্রত্যেকেই মনে প্রাণে প্রার্থনা করছেন, ভালই ভালই যেন রাম মন্দিরের উদ্বোধন সম্পন্ন হয়ে যায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *