রামমন্দিরেই থেমে নেই, ২০২৪ সালে আরও বড় উপহার দিলেন নরেন্দ্র মোদি! যার কাছে চুনোপুটি ২০২৩ এর যাবতীয় উপহার! দেখে নিন চোখ ধাঁধানো এই উপহারটি আসলে কি

রামমন্দিরেই থেমে নেই, ২০২৪ সালে আরও বড় উপহার দিলেন নরেন্দ্র মোদি! যার কাছে চুনোপুটি ২০২৩ এর যাবতীয় উপহার! দেখে নিন চোখ ধাঁধানো এই উপহারটি আসলে কি

রামমন্দিরেই থেমে নেই,
২০২৪ সালে আরও বড় উপহার দিলেন
নরেন্দ্র মোদি!

যার কাছে চুনোপুটি ২০২৩ এর
যাবতীয় উপহার!

এমনকি বন্দে ভারত থেকে
শুরু করে সুপারফাস্ট মেট্রোরেলও তুচ্ছ!

দেখে নিন চোখ ধাঁধানো
এই উপহারটি আসলে কি

গোটা দেশ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উচ্ছসিত। এবার সেই সমস্ত উচ্চাশাকে ছাপিয়ে গিয়েছে মোদির আরো একটি উপহার। সম্প্রতি নরেন্দ্র মোদি ভারতবাসীকে আরও একটি সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন উপহার দিয়েছেন। যেটির নাম অমৃত ভারত এক্সপ্রেস। যা নিয়ে গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস , ভারতের সর্বোচ্চ গতিশীল বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে আধুনিক মেট্রো রেলকেও ছাপিয়ে যেতে চলেছে। ট্রেনটি ঘন্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। ট্রেনটিতে ১৮৩৪ জন প্যাসেঞ্জার আরামদায়কভাবে বসে ভ্রমণ করতে পারবেন। অমৃত ভারত এক্সপ্রেস এর সব থেকে আকর্ষণীয় দিকটি হল ট্রেনটির ইঞ্জিন।

ট্রেনটির দুদিকে দুটি ইঞ্জিন থাকছে। আর এই ইঞ্জিন দুটো এমন ভাবে বসানো হয়েছে যাতে করে রুট চেঞ্জ করার সময় বারে বারে নতুন করে ইঞ্জিন জুড়তে হবে না। এটি ভারতের প্রথম ট্রেন যেখানে বসে আপনি কোন কম্পন অনুভব করতে পারবেন না। তার কারণ ট্রেনটির ভিতরে প্রত্যেকটি কামরা থেকে শুরু করে কোনায় কোনায় ঝাকুনি রোধক ব্যবস্থা রাখা হয়েছে। যার জেরে সাধারণ ট্রেনে প্যাসেঞ্জাররা যতটা ঝাকুনি অনুভব করেন, তেমনটা অমৃত ভারতে হবে না। ট্রেনটিতে যাত্রীদের উপযোগী খাবার ব্যবস্থা থেকে শুরু করে, উন্নত ওয়াই ফাই ব্যবস্থা, চার্জিং ব্যবস্থা সমস্ত কিছুই থাকবে। এমনকি ট্রেনে আচমকা কারো হার্ট এটাক হলে কিংবা অন্য কোন বিপদ হলে, তখন যাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে এটিই ভারতের প্রথম ট্রেন যেখানে বাথরুমে গেলে আপনাকে হাত ব্যবহার করতে হবে না। বাথরুমের কল হাত দিয়ে খুলতে হবে না। এই ট্রেনটিতে পা দিয়ে কল ছাড়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও গোটা ট্রেনটিতে অটোসাটো ভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ইতিমধ্যেই বাংলার ভাগ্যে একটি অমৃত ভারত জুটেছে। টিকিটের দামও সাধ্যের নাগালেই রাখা হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *