হোয়াটসঅ্যাপ ডিলিট মেসেজ

নিমেষে ফাঁকা WhatsApp-এর সব ম্যাসেজ! টুক করে ডিলিট হয়ে গিয়েছে  WhatsApp-এর সব ম্যাসেজ? এবার থেকে ডিলিট হওয়া ম্যাসেজ পড়তে  পারবেন আপনিও! ৯৯% মানুষই জানেন না এই সহজ উপায়! এখন WhatsApp-এর মুছে যাওয়া মেসেজ পড়াও জলের মতো সহজ! এখনই জানুন এই সহজ টিপস !

এখনকার দিনে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাক্ষণই সবাই খুট খাট করতে থাকে হাতের মধ্যে বন্দী ছোট্ট মুঠো ফোনটায়। বিশেষ করে এখনকার দিনে দিনের বেশিরভাগ সময়টাই সবাই ব্যস্ত থাকেন  হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয়  দিনে দিনে গ্রাহকের কাছে ব্যাপক হারে জনপ্রিয়তা বাড়ছে মেসেজিং অ্যাপের।

ব্যক্তিগত চ্যাটিং ছাড়াও অফিসের গুরুত্বপূর্ণ কাজ হোক কিংবা দরকারি ছবি, সহ অন্যান্য ডকুমেন্ট পাঠানো এখন অনেক সহজ হয়ে গিয়েছে এই মেসেজিং অ্যাপের দৌলতেই। এছাড়া এই হোয়াটসঅ্যাপের সাহায্যেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিভিন্ন  ছবি, ভিডিও, কনট্যাক্ট ও লোকেশনও পাঠানো যায় খুব সহজে ৷

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই চ্যাটিংয়ের জন্য আনা হচ্ছে নিত্য নতুন ফিচার্স। যার মধ্যে অন্যতম  ‘Delete for Everyone’ ফিচার্স ৷ এরফলে কারো ভুল করে কোনও মেসেজ চলে গেলে তা সহজেই মুছে ফেলা যায়। কিন্তু এই ফিচার্সের সাহায্যে মেসেজ ডিলিট করতে গিয়ে অনেকেই ভুল বশত  সমস্ত চ্যাট মুছে ফেলেন ৷

 

তাই যখনই কেউ দেখেন হোয়াটসঅ্যাপে একাধিক মেসেজ ডিলিট করা হয়েছে তখনই ওই মুছে যাওয়া মেসেজে কি ছিল তা জানার জন্য  মাথা খারাপ হওয়ার জোগাড় হয় অনেকেরই। সকলের মনেই প্রশ্ন ঘোরে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ ছিল না তো? সারাক্ষণ মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে কি ছিল ওই মুছে যাওয়া মেসেজে? তাই জানার কৌতুহল চেপে রাখতে না পেরে অনেকেই পাল্টা প্রশ্ন করে বসেন সেন্ডারকেই। মুছে দেওয়া মেসেজ আসলে কি লিখেছিলেন সে বিষয়ে মনের সন্দেহ দূর হতে চায় না  অনেকেরই। তাই সারাক্ষণ মনের মধ্যে খুঁতখুঁত করতে থাকে  আসলে তিনি সত্যিইবলছেন তো?

তবে এখন এই মুশকিল আসানও করে ফেলেছে নতুন প্রযুক্তি। তাই এবার থেকে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট হলেও তা জানার জন্য আর কাউকে সাধাসাধি  করতে হবে না.এবার থেকে গ্রাহকরা নিজে থেকেই জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজে আসলে কি লেখা ছিল? এবার থেকে ডিলিটেড মেসেজে কি ছিল এই প্রশ্নের উত্তর পাওয়া অনেকটাই সহজ।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা একটি থার্ড পার্টি অ্যাপের সাহায্যেই এই মুছে যাওয়া মেসেজও এখন সহজেই পড়ে ফেলতে পারবেন। তার জন্য গুগল প্লে স্টোর থেকে WAMR ও WhatsRemoved+ এর মতো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর ধাপে ধাপে কয়েকটি Permission দিতে হবে ৷ এইভাবে ‘Delete for Everyone’ করা সমস্ত মেসেজ এই অ্যাপে অটোমেটিক সেভ হয়ে যাবে৷ এইভাবেই হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে পারবেন আপনিও ৷ তবে iOS বা আইফোনে এই ধরণের থার্ড পার্টি অ্যাপে মেসেজ সেভ হওয়ার সুবিধা পাওয়া যায় না ৷


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *