প্লাস্টিকের ডিম খেয়ে, সাংঘাতিক বিপদে শিলিগুড়ির মানুষ! নকল প্লাস্টিক ডিমের ছড়াছড়ি শিলিগুড়ির বাজারে!

প্লাস্টিকের ডিম খেয়ে, সাংঘাতিক বিপদে শিলিগুড়ির মানুষ! নকল প্লাস্টিক ডিমের ছড়াছড়ি শিলিগুড়ির বাজারে!

প্লাস্টিকের ডিম খেয়ে,
সাংঘাতিক বিপদে শিলিগুড়ির মানুষ!

নকল ডিমে ছেয়ে গেছে
শিলিগুড়ির বাজার!

এই ডিমগুলোতেই লুকিয়ে
ক্যান্সারের মারণ বিষ!

অথচ এই ভয়ংকর ডিম
খেয়েছেন শিলিগুড়ির অর্ধেক মানুষ!

ঠিক কি ঘটেছে
শুনলে শিউরে উঠবেন

দুপুরবেলা ভাত পাতে ডিম খাচ্ছিলেন এক যুবক। একসঙ্গে খেয়েছিলেন দু দুটি ডিম। প্রথম দিকে ডিম খেয়ে কিছুই বুঝতে পারেননি ওই যুবক। কিন্তু ওই ডিম খাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর শুরু হয় তীব্র পেট ব্যথা। ওই যুবক, আচমকা, ডিম খাওয়ার পর এমন পেট ব্যাথা হওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছিলেন না। এরপর বুঝতে পারেন ভাত পাতে খাওয়া ডিমেই লুকিয়ে ছিল মারণ বিষ। দুপুর বেলা মুরগির ডিম ভেবে তিনি যে ডিম খেয়েছিলেন তা আসলে মুরগির ডিম ছিল না। ওই ডিমগুলো আসলে প্লাস্টিকের। ব্যস তারপর ছড়িয়ে পরে আতঙ্ক।

ঘটনার সূত্রপাত শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায়। সেই এলাকার অসীম বিশ্বাস নামক এক যুবকের সঙ্গে এমন সাংঘাতিক কান্ড ঘটেছে। ওই যুবক জানিয়েছেন, তিনি তার পাড়ার এক দোকান থেকে পাঁচটি ডিম কিনে এনেছিলেন। সেখান থেকে দুটি ডিম সেদ্ধ করে খেয়েছিলেন। খাওয়ার পর সাথে সাথে শুরু হয়ে যায় তার পেট ব্যাথা ও পেট খারাপ। ঘটনা খতিয়ে দেখতে তিনি বাকি তিনটি ডিম সেদ্ধ করে দেখেন,,, আর তারপর যা ঘটলো তাতে তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। বাকি তিনটি ডিম সেদ্ধ করার পর তিনি দেখলেন,, ডিমের কুসুম থেকে শুরু করে সাদা অংশটি একেবারে প্লাস্টিকের মতন। হাত দিয়ে চটকালেই যেন মনে হবে, গলানো প্লাস্টিক। এরপর তিনি লাইটার জ্বালিয়ে সেই ডিমের অংশগুলোকে পোড়ানোর চেষ্টা করেন। তিনি দেখলেন সেই ডিমের অংশগুলো প্লাস্টিকের মতন পুড়ে যাচ্ছে এবং সেখান থেকে প্লাস্টিক পোড়ার মতন গন্ধ বের হচ্ছে। এই গোটা ঘটনায় অসীম বিশ্বাস নামক ওই যুবক হক চকিয়ে যান। তিনি তার প্রতিবেশীদের ডেকেও বিষয়টি জানান। প্রতিবেশীরাও মনে করছেন অসীম বিশ্বাস যে ডিমগুলো কিনে এনেছেন সেগুলো মুরগির ডিম নয়। সেগুলো প্লাস্টিকের তৈরি ডিম। এখন প্রশ্ন হল শুধুমাত্র অসীম বিশ্বাস নয়, অসীম বিশ্বাসের মতন আরো অনেকেই ওই দোকান থেকে এই ধরনের প্লাস্টিকের ডিম নিয়ে গিয়েছেন এবং তারাও খেয়েছেন। এই গোটা ঘটনায় শিলিগুড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই শিলিগুড়ির প্রশাসনের দিকেও আঙ্গুল তুলছেন। প্রশাসনের চোখের সামনে কিভাবে বাজারে প্লাস্টিকের ডিম ছড়িয়ে পড়তে পারে সেই নিয়েও প্রশ্ন করছেন অনেকে। তবে বাজারে প্লাস্টিক ডিম ছড়ানোর ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার বাজারে প্লাস্টিক ডিম বিক্রি করার অভিযোগ পাওয়া গিয়েছে। বহুবার অভিযোগ উঠেছে চায়নার হাত ধরে ভারতের বাজারে প্লাস্টিক ডিম ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন এ ধরনের প্লাস্টিক ডিম সাংঘাতিক বিপদজনক। এই ডিম গুলো খেলে ক্যান্সারের পাশাপাশি হার্ট এটাক এমনকি ব্রেন স্ট্রোকের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। তবে শিলিগুড়ির অসীম বিশ্বাস নামক যুবক যে ডিমটি খেয়েছেন তা সত্যিকারের প্লাস্টিকের ডিম কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *