দুই ইঁদুরের মুখে শোনা যাচ্ছে, জয় জগন্নাথ ধ্বনি! অবিকল মানুষের মতন, স্পষ্ট করে কথা বলছে!

দুই ইঁদুরের মুখে শোনা যাচ্ছে, জয় জগন্নাথ ধ্বনি! অবিকল মানুষের মতন, স্পষ্ট করে কথা বলছে!

দুই ইঁদুরের মুখে শোনা যাচ্ছে,
জয় জগন্নাথ ধ্বনি!

অবিকল মানুষের মতন,
স্পষ্ট করে কথা বলছে!

জোরে জোরে ডাকছে
জয় জগন্নাথ !

ভক্তি ভরে মাথা নত করে
প্রণামও ঠুকছে!

দুই ইঁদুরের অলৌকিক ক্ষমতা দেখে
হুলস্থুল কান্ড পুরীতে!

এই দুই ইঁদুরকে পুরী নিয়ে গিয়েছে তাদের মালিক। আর সেখানে পৌঁছেই এই দুই ইঁদুর যা করে দেখালো, তা দেখে গোটা দুনিয়া তাজ্জব। এরা মন্দিরে পৌঁছেই সাধারণ মানুষের মতন করে জয় জগন্নাথ ধ্বনি দিয়েছে। যা দেখে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে অন্যান্য দর্শনার্থীরা সকলেই অবাক। এমনকি প্রভু জগন্নাথের সামনে ইঁদুর দুটি মাথা নত করে প্রণামও করেছে।

ইঁদুর দুটির মালিক জানিয়েছে, তিনি শখ করে ইঁদুর দুটিকে পোষা শুরু করেছিলেন। এরা হ্যামস্টার জাতের ইঁদুর। এরা দেখতে ইঁদুরের মতন হলেও, ইঁদুরের থেকেও অনেকটাই পরিষ্কার এবং সাইজে বড়। ইঁদুর দুটির মালিক আরো জানিয়েছেন, পুষতে পুষতে একদিন তিনি আবিষ্কার করলেন ইঁদুর দুটি কথাও বলতে পারে। দুটো ইঁদুরই মালিকের কথায় ওঠে আর বসে। ওদেরকে যা শেখানো হয় তাই রপ্ত করতে পারে। আর তারপরেই ইঁদুর দুটিকে জয় জগন্নাথ বলাও শিখিয়ে দেন।। ইঁদুর দুটি খুব সুন্দরভাবেই জয় জগন্নাথ ধ্বনি দিতে পারে। সম্প্রতি তাদের মালিক তাদের নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে যান। আর সেখানেই তাদের কান্ড দেখে সকলেই থ। এই ইঁদুর দুটির জয় জগন্নাথ বলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। ভিডিওটিতে ইঁদুর দুটিকে জয় জগন্নাথ ধ্বনি দিতে দেখা গিয়েছে। আস্তে আস্তে করে, শিস দিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ করেছে নাম কীর্তন গেয়েছে এই দুই ইঁদুর। সত্যি ভারি অদ্ভুত এই দুনিয়া। এ দুই ইঁদুরের জগন্নাথ ভক্তি দেখে বড্ড অবাক লাগল। এই দুই ইঁদুর থেকে এটাই বোঝা যায় ভক্তির কোন ভাষা হয় না, ভক্তের কোনও জাত হয় না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *