সান্তা ক্লজ কেন লুকিয়ে লুকিয়ে আসেন জানেন? কেন তাকে কেউ দেখতে পাই না? এই সান্তা ক্লজ আসলে কে? তিনি কি কোনও সন্ন্যাসী!

সান্তা ক্লজ কেন লুকিয়ে লুকিয়ে আসেন জানেন? কেন তাকে কেউ দেখতে পাই না? এই সান্তা ক্লজ আসলে কে? তিনি কি কোনও সন্ন্যাসী!

সান্তা ক্লজ কেন লুকিয়ে লুকিয়ে
আসেন জানেন?

কেন তাকে কেউ
দেখতে পাই না?

এই সান্তা ক্লজ আসলে কে?
তিনি কি কোনও সন্ন্যাসী!

এই দাড়িওয়ালা বুড়োর আসল
পরিচয় জানলে কেঁদে ফেলবেন

বড়দিনে গোটা বিশ্বের সমস্ত শিশুদের উপহার দিয়ে বেড়ান, সান্তা ক্লজ। যার গায়ে থাকে লাল রঙের পোশাক, মাথায় ও মুখে থাকে গাল ভর্তি সাদা সাদা দাঁড়ি। তার বিশাল ঝুলির মধ্যে সবার জন্য কিছু না কিছু থাকে। ছোটরা যখন ঘুমিয়ে পড়ে তখন তিনি চুপি চুপি এসে উপহার দিয়ে চলে যান। কিন্তু এই সান্তা ক্লজের এর আসল পরিচয়ই বা কি? আর তিনি চুপিচুপি কেন আসেন তা অনেকেই জানেন না! এই সান্তা ক্লজ নিছকই কোনও গল্প কাহিনী নয়। সান্তা ক্লজ সত্যিকারেরই ছিলেন। সান্তা ক্লজের আসল নাম ছিল সেইন্ট নিকোলাস। তিনি অত্যন্ত দুঃখী একজন মানুষ ছিলেন। এই মানুষটি নিজে সান্তা ক্লজ সেজে, দুনিয়ার সকলকে আনন্দ দিলেও, নিজে রাতের অন্ধকারে গুমড়ে গুমড়ে কাঁদতেন। তার জীবন যন্ত্রণার শেষ ছিল না। অত্যন্ত ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছিলেন। নিজের চোখের সামনে দেখেছিলেন তিলে তিলে শেষ হয়ে যাওয়ার দৃশ্য। এরপর জীবনযুদ্ধে জেতার জন্য তিনি ভরসা রেখেছিলেন যীশু খ্রীষ্টের উপর। তার মতন যেন আর কেউ কষ্ট না পায়, সেজন্য তিনি সান্তা ক্লজ সেজে গরীব দুঃখী বাচ্চাদের উপহার দিতেন। আর এই সম্পূর্ন কাজটি তিনি আড়াল থেকে করতেন। যাতে কেউ তাকে চিনতে না পারে। কারণ তিনি কখনো প্রচারের আলোতে থাকতে চাননি। সেন্ট নিকোলাস পেশায় একজন পুরোহিত ছিলেন।

তিনি শুধুমাত্র বড়দিনেই উপহার দিতেন না। তিনি সারা বছরই অনাথ, দরিদ্র শিশুদের উপহার দিতেন। তবে বর্তমানে আমরা লাল পোশাক পরিহিত যে সান্তা ক্লজকে দেখতে পাই, আসল সান্তা ক্লজ সেন্ট নিকোলাসের পোশাক কিন্তু লাল সাদা ছিল না। তিনি মূলত বাদামী, বেগুনি, সাদা এই ধরনের রঙের পোশাক পরেই উপহার বিলি করতে যেতেন। বর্তমানে যে সান্তাকে আমরা দেখতে পাই, সেই সান্তার চেহারা তৈরি করেছেন, থমাস নাস্ট নামক এক বিজ্ঞাপন ডিজাইনার। কেউ কেউ এই বিষয়ে বিতর্ক করেন। অনেকে মনে করেন কোকাকোলার একটি বিজ্ঞাপনের জন্য প্রথমবার লাল সাদা পোশাকে স্যান্টা ক্লজকে দেখানো হয়। আর সেই থেকেই নাকি লাল সাদা পোশাক পড়া সান্তাকে দেখা যায়। তবে এই স্যান্টা ক্লজ যেই হোক না কেন, যে পোশাকই পড়ুক না কেন, ছোটদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন হল সান্তার দেওয়া গিফট। তারা গিফট পেলেই খুশি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *