জাল নোট

অবিকল আসল ৫০০ টাকার নোট! ৫০০ টাকার জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার! কীভাবে চিনবেন আসল নকল? আসল নোট  চেনার উপায় জানাল RBI। প্রতারণার হাত থেকে বাঁচতে এখনই জানুন আসল টাকার বৈশিষ্ট্য গুলি কি কি?

সদ্য বাতিল করা হয়েছে ২০০০ টাকার নোট। তাই এখন বাজারে সবচেয়ে বড় নোট হল ৫০০ টাকার নোট। তাই অন্যান্য নোটের তুলনায়  এই ৫০০ টাকার নোটের মূল্য অনেক বেশি। যার ফলে দিনে দিনে বাজার ছেয়ে গিয়েছে ৫০০ টাকার জাল নোটে। কিন্তু  অনেকেই আসল-নকল নোটের পার্থক্য করতে না পেরে হামেশাই প্রতারণার শিকার হন। তাই আসল ও জাল নোট চিনতে পারাটা খুবই দরকার।

এই পরিস্থিতিতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক ৫০০ টাকার আসল নোট চেনার কয়েকটি উপায় জানিয়েছে। যেগুলি জানলে কেউই জাল নোটের প্রতারণার শিকার হবেন না। আসুন দেখা যাক ৫০০ টাকার জাল নোট চেনার এমনই কিছু উপায় আর আসল নোটের বৈশিষ্ট্য।

৫০০ টাকার জাল নোট চেনার উপায় এবং আসল টাকার বৈশিষ্ট্য

কালো টাকা এবং জাল নোটের ব্যবহার রুখতে ২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দীর মতো বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ভারতের বাজারে চালু করা হয় নতুন ৫০০ টাকার নোট। কিন্তু প্রতারকরা নতুন ৫০০ টাকার নোটটিও জাল করা শুরু করেন। জালিয়াতিরা এমন জাল নোট বানিয়েছিলেন যে সাধারণ মানুষের পক্ষে তা চেনা একপ্রকার অসম্ভব ছিল।

তাই সতর্ক করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক জনসাধারণের উদ্দেশ্যে ৫০০ টাকার নোটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

সেই তথ্য অনুযায়ী ৫০০ টাকার নোটের দৈর্ঘ্য ১৫০ মিমি. এবং প্রস্থ ৬৩ মিমি। এই নতুন ৫০০ টাকার নোটের রং স্টোন গ্রে। এছাড়াও ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি, লালকেল্লার ছবি এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার রয়েছে।

ভারতীয় ৫০০ টাকার নোটের গুরুত্বপূর্ণ ফিচার

নোটটি কোন বছরে ছাপা হয়েছে তা নোটের বাদিকের বিপরীত দিকে লেখা থাকবে।

নোটের ডানদিকে অশোক স্তম্ভ আর বিপরীত দিকে থাকবে স্বচ্ছ ভারতের লোগো।

এছাড়াও নোটের ডান পাশে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি এবং ৫০০ এর ইলেক্ট্রোটাইপ ওয়াটার মার্ক ।

এই নোটের বিপরীত দিকে লালকেল্লার ছবি সহ বিভিন্ন ভাষায় ৫০০ টাকা লেখা আছে।

নোটের মাঝামাঝি ডান পাশে একটি সবুজ রঙের সুরক্ষারেখা দেখা যাবে। নোটটিকে আড়াআড়ি ভাবে দেখলে এই সবুজ সুরক্ষারেখাই  নীল হয়ে যায়। এই সুরক্ষারেখার মধ্যে  ভারত এবং আরবিআই লেখা থাকে।

এই সুরক্ষারেখার পাশেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতীক এবং গভর্নর এর প্রতিশ্রুতি নামা এবং স্বাক্ষর রয়েছে।

এই নোটে দেবনাগরীতে ৫০০ টাকা লেখা রয়েছে।

ক্ষুদ্র অক্ষরেই  লেখা রয়েছে ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’।

৫০০ টাকার নোটের বাম দিকে উপরে এবং ডানদিকে নিচে একটি সংখ্যার প্যানেল আছে।

বাম দিকের উপরে সংখ্যা প্যানেলের নিচে দেবনাগরী হরফে ৫০০ লেখা রয়েছে।

নোটের বাম দিকে ওপরে হিন্দিতে এবং ডান দিকে উপরে ইংরেজিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক লেখা আছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *