রাম মন্দিরের পর এবার অযোধ্যায় তৈরি হবে, দেশের সবচেয়ে সুন্দর মসজিদ! যার সৌন্দর্য তাজমহলকেও হার মানাবে

রাম মন্দিরের পর এবার অযোধ্যায় তৈরি হবে, দেশের সবচেয়ে সুন্দর মসজিদ! যার সৌন্দর্য তাজমহলকেও হার মানাবে

রাম মন্দিরের পর এবার
অযোধ্যায় তৈরি হবে,
দেশের সবচেয়ে সুন্দর মসজিদ!

যার সৌন্দর্য্য তাজমহলকেও
ছাপিয়ে যাবে!

নবীজীর নামেই হবে
মসজিদটির নামকরণ!

মক্কার ইমামের হাতেই
হবে উদ্বোধন!

কি নাম এই মসজিদটির?

অযোধ্যা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের রাম মন্দির উপহার দিতে চলেছে। সেই খুশিতে উচ্ছসিত দেশের কোটি কোটি হিন্দু। তবে অযোধ্যা কেবল হিন্দুদেরই নয়, মুসলিমদেরও দিতে চলেছে বিশাল একটি খুশির খবর। অযোধ্যা হিন্দুদের পাশাপাশি মুসলিমদেরও নজরকাড়া একটি মসজিদ উপহার দিতে চলেছে। ইতিমধ্যেই অযোধ্যায় মসজিদ নির্মাণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাম মন্দির থেকে কিছুটা দূরেই অযোধ্যার উপকণ্ঠ ধান্যিপুরে মসজিদটি নির্মিত হবে। এটি নিছকই কোনও সাধারণ মসজিদ হবে না। এই মসজিদটি হবে ভারতের সবচেয়ে সুন্দর এবং নজরকাড়া মসজিদ। বিশ্বের সমস্ত বড় বড় মসজিদকে ছাপিয়ে যাবে এই মসজিদটির সৌন্দর্য। এমনকি ভারতের সপ্তম আশ্চর্য তাজমহলকেও ছাপিয়ে যাবে মসজিদটির রূপ ও নকশা। অযোধ্যার রাম মন্দিরের কারুকার্য যেমনই নিখুঁত এবং চোখ ধাঁধানো, ঠিক তেমনি অযোধ্যার এই মসজিদের সৌন্দর্যও হবে এক্কেবারে তাক লাগানো। ৫ একর জমি জুড়ে এই মসজিদটি তৈরি হবে। একসঙ্গে অসংখ্য মুসলিম এই মসজিদে নামাজ পড়তে পারবেন। অন্যান্য মসজিদের মতন এই মসজিদেও মিনার এবং গম্বুজ থাকবে। মসজিদটিতে নামাজ ঘরের পাশাপাশি থাকবে, রান্নাঘর, হাসপাতাল, বিশ্রাম ঘর। এটি একটি মসজিদ হওয়ার পাশাপাশি, আরো অনেক সুযোগ সুবিধা দিতে সক্ষম হবে। এই মসজিদটির নাম মুসলিমদের নবীজীর নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে। মসজিদটির নাম মহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ।

অযোধ্যার এই মসজিদটির নির্মাণের দায়িত্বে রয়েছে, উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। তারা জানিয়েছেন, এই মসজিদটি নির্মাণ করছেন মুম্বাইয়ের একটি স্পেশাল টিম। ২০২৪ সালের শুরুতেই এই মসজিদটির ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে। সেই সময় দেশ-বিদেশ থেকে বহু স্বনামধন্য মৌলভী, পীরজাদারা উপস্থিত থাকবেন। এরপর মে মাস থেকেই এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। এই মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হতে ৫ থেকে ৬ মাস সময় লাগবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *