২৪ ঘন্টার মধ্যেই চোখ রাঙাবে সাংঘাতিক ঠান্ডা! হুহু করে ঢুকবে হাড়হিম করা শীত, কলকাতায় কত ডিগ্রী ঠান্ডা পড়বে জানেন?

২৪ ঘন্টার মধ্যেই চোখ রাঙাবে সাংঘাতিক ঠান্ডা! হুহু করে ঢুকবে হাড়হিম করা শীত, কলকাতায় কত ডিগ্রী ঠান্ডা পড়বে জানেন?

২৪ ঘন্টার মধ্যেই চোখ রাঙাবে
সাংঘাতিক ঠান্ডা!

হুহু করে ঢুকবে
হাড়হিম করা শীত!

রক্ত কাঁপানো শৈত্যপ্রবাহে
শিউরে উঠবে গোটা বাংলা!

লেপ, কম্বলেও বশে আসবে না
এই শীত!

কলকাতায় কত ডিগ্রি ঠান্ডা পড়বে
জানেন?

বিগত বেশ কিছুদিন ধরেই শীতের আমেজ বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। একেবারে মারকাটারি ইনিংস খেলছে শীত। আর তাতেই বঙ্গবাসীর একেবারে বেহাল অবস্থা। এতদিন শীত কেন কম পড়ছিল সেই নিয়েই হা হুতাশ করছিলেন বাংলার মানুষ। আর এইবার এই শীতের হাত থেকে কিভাবে রেহাই পাবে সে নিয়েই মাথা ব্যাথা শুরু হয়েছে। তবে এত চিন্তা করে, লাভ নেই, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ এবার এমন ঝাকিয়ে শীত পড়বে, এক কথায়, বাংলার মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার দশা হবে। হাওয়া অফিস সূত্রে খবর এবার শীতের আসল এক টের পাবে গোটা রাজ্য। ইতিমধ্যেই দার্জিলিং এর মতন পাহাড়ি অঞ্চলে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে পৌঁছাবে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় হুহু করে পারদ নামবে। পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা ব্যাপক হারে নেমে যাবে। সন্ধ্যা থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাবে আকাশ। বাড়ি থেকে হালকা পোশাক পড়ে বেরোনোই যাবেনা।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে। দুপুরের দিকে শহরের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা হতে হতে অস্বাভাবিক ভাবে তাপমাত্রা কমতে থাকবে। হাওয়ায় আদ্রতার পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশা সমেত হালকা বৃষ্টিপাত হলেও, কলকাতা শহরের তাপমাত্রা শুষ্ক থাকবে।

রাজ্যের কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে দেখুন?

রাজ্যের সবচেয়ে শীতলতম স্থান দার্জিলিং, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং এ পারদের নামবে, নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাগডোরায় পারদ নামবে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে পারদ নামবে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। মালদার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় পারদ নামবে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের বাকি সমস্ত জেলায় ১৭ ডিগ্রির নিচেই তাপমাত্রা থাকবে।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত এইরকম হাড়হিম করা ঠান্ডার বেটবেটিং চলবে। জনসাধারণকে মোটা শীতের জামা কাপড় পরার পরামর্শ দেওয়া হয়ে যায়। এই কটা দিন যারা রাস্তাঘাটে থাকেন তাদেরকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *