কিভাবে বার বার টপার হচ্ছে জি বাংলার জগদ্ধাত্রী? রহস্য ফাঁস করে দিলেন, জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক

কিভাবে বার বার টপার হচ্ছে জি বাংলার জগদ্ধাত্রী? রহস্য ফাঁস করে দিলেন, জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক

কিভাবে বার বার টপার হচ্ছে
জি বাংলার জগদ্ধাত্রী?

রহস্য ফাঁস করে দিলেন,
জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক!

যা শুনেই প্রশংসায় পঞ্চমুখ
দর্শকেরা!

আজকাল বাংলা সিরিয়াল মানেই _ কুট কাচালি, সাংসারিক দ্বন্দ্ব, দুই সতীনের লড়াই ইত্যাদি, ইত্যাদি! এগুলো ছাড়া সিরিয়ালগুলো যেন এক্কেবারে অচল। টিআরপি আর টিকে থাকার লড়াইয়ে, এগুলোই সিরিয়াল নির্মাতাদের হাতিয়ার হয়ে উঠেছে। তবে, এই সব রুচিহীন ট্র্যাকের আশ্রয় না নিয়েও বেশ কিছু সিরিয়াল দিব্যি টিকে আছে। যার মধ্যে অন্যতম জি বাংলার জগদ্ধাত্রী। দুই সতীনের লড়াই, বিবাহ বহির্ভূত সম্পর্ক এই ধরনের বিকৃত দৃশ্য না দেখিয়েও সিরিয়ালটি ভীষন মাত্রায় সচল রয়েছে।

অন্যান্য সিরিয়ালগুলি থেকে এই সিরিয়ালটি একেবারে আলাদা ধাঁচে নির্মিত। এই ধারাবাহিকটিতে রয়েছে ভরপুর অ্যাকশন এবং রোমান্স। এই ধারাবাহিত্যের মূল ইউএসপি হলো, ধারাবাহিকটির নায়ক নায়িকার দুর্দান্ত কেমিস্ট্রি। বিশেষ করে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু এবং নায়িকা জগদ্ধাত্রীর টক, ঝাল, মিষ্টি সম্পর্ক সকলেরই বেশ পছন্দের। দুজনের মিষ্টি সম্পর্ক প্রথম দিকে যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই রয়েছে। অন্যান্য সিরিয়ালে নায়ক নায়িকার মধ্যে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এই ধারাবাহিকটিতে, দর্শককে আকৃষ্ট করার জন্য তৃতীয় ব্যক্তির আশ্রয় নেওয়া হয়নি। অনুরাগের ছোঁয়া, ইচ্ছে পুতুল, নিম ফুলের মধু এই ধারাবাহিকগুলো যে পথে হেঁটেছে ঠিক তার বিপরীত পথে হেঁটেছে জগদ্ধাত্রী। সাংসারিক কুট কাচালি ছাড়াও কিভাবে জগদ্ধাত্রী এত জনপ্রিয়, এ প্রশ্নের উত্তরে জগদ্ধাত্রী জানিয়েছে, টিআরপি তালিকায় বেশি নম্বর পাওয়ার জন্য সাংসারিক ঝামেলা দেখানোর প্রয়োজন হয় না। আর এই কথাই বারবার প্রমাণ করে দিয়ে আসছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি। চলতি সপ্তাহেও জগদ্ধাত্রীর মুকুটে জুড়েছিল, বেঙ্গল টপারের পালক।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *