এবার কি পাকিস্তান অধিকৃত কাশ্মীর, দখল করতে চলেছে ভারত? পাস হয়ে গেল একসঙ্গে, দু দুটি বিল!

এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর, দখল করতে চলেছে ভারত! জরুরী বৈঠক বসতে চলেছে মোদি-অমিত শাহের মধ্যে!

এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর,
দখল করতে চলেছে ভারত!

পাস হয়ে গেল একসঙ্গে,
দু দুটি বিল!

জরুরী বৈঠক বসতে চলেছে
মোদি-অমিত শাহের মধ্যে!

ঠিক কি ঘটতে চলেছে?

লোকসভায় দাঁড়িয়ে বড়সড় হুংকার ছাড়লেন অমিত শাহ। একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, পাকিস্তান অতিকৃত কাশ্মীর, আদতে পাকিস্থানের নয়, সেটা সম্পূর্ন ভারতের। সেই সঙ্গে অমিত শাহ লোকসভায় একসঙ্গে দুটি বিল পাস করালেন। তার মধ্যে একটি হল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল এবং আরেকটি হল ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল। এ দুটি বিল নিয়ে আলোচনা প্রসঙ্গে অমিত শাহ লোকসভায় জানান, আগে জম্মুতে ৩৭ টি আসন ছিল, নতুন বিল অনুযায়ী সেই সংখ্যা বাড়িয়ে ৪৩ করা হয়েছে। অন্যদিকে আগে কাশ্মীরে ৪৬ টি আসন ছিল নতুন বিল অনুযায়ী সেই সংখ্যা বাড়িয়ে ৪৭ করা হয়েছে। নতুন বিলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য মোট ২৪টি আসন সংরক্ষিত করা হয়েছে।

এছাড়াও এদিন লোকসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পন্ডিত জহরলাল নেহেরুর সমলোচনা করেন। তিনি বলেন বহু বছর ধরেই জহরলাল নেহেরুর ভুলের খেসারত দিয়ে আসছে ভারতবাসী। জহরলাল নেহেরুর প্রথম এবং সবচেয়ে বড় ভুল ছিল ভারতের পাঞ্জাবের যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া। যদি এই যুদ্ধ বিরোধী তিন দিন পর ঘোষণা করা হতো তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হতো না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজ ভারতেরই অংশ হত। এর জন্য আজ এত লড়াই করতে হতো না। তাছাড়াও জহরলাল নেহেরুর দ্বিতীয় ভুলটি হল, অভ্যন্তরীণ বিষয় রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়া। অমিত শাহ আরো বলেন, যে দুটি বিল পাশ করানো হয়েছে এই বিলগুলো যাদের উপর অন্যায় হয়েছে তাদের জন্য। তাদের অপমান এবং অবহেলার বদলা হিসেবে দুটি বিল আনা হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *