এবার অভিষেক ব্যানার্জীর এলাকা থেকেই দীঘা পুরী যাওয়া যাবে! মাত্র দেড় ঘণ্টায় জাহাজে চেপে, পৌঁছে যাবেন দীঘা পুরী

এবার অভিষেক ব্যানার্জীর এলাকা থেকেই দীঘা পুরী যাওয়া যাবে! মাত্র দেড় ঘণ্টায় জাহাজে চেপে, পৌঁছে যাবেন দীঘা পুরী

এবার অভিষেক ব্যানার্জীর
এলাকা থেকেই দীঘা পুরী যাওয়া যাবে!

মাত্র দেড় ঘণ্টায় জাহাজে চেপে,
পৌঁছে যাবেন দীঘা পুরী!

বিলাসবহুল চোখ ধাঁধানো জাহাজ,
ভাড়া সাধ্যের নাগালে!

কেমন হবে এই পরিষেবা?
কবে থেকে চালু হবে?

এতদিন কলকাতা থেকে দীঘা-পুরী যেতে, ট্রেন এবং বাসই ছিল শেষ ভরসা। তবে এবার আর দিঘা পুরী যেতে বাস ট্রেনে চাপতে হবে না। কারণ এবার থেকে আপনি জলপথেও দীঘা পুরী যেতে পারবেন। খুব শীঘ্রই এই ব্যবস্থা শুরু হতে চলেছে। অভিষেক ব্যানার্জীর গড় ডায়মন্ড হারবার থেকেই এই ব্যবস্থা শুরু হবে। সেখান থেকেই জাহাজে চেপে, দিঘা আর পুরি পৌঁছে যেতে পারবেন খুব সহজে। তথ্যসূত্র খবর ডায়মন্ডহারবার পৌরসভার পক্ষ থেকে একটি ক্রুজ পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। এই ক্রুজে করে দীঘা পুরী যাওয়া যাবে। ক্রুজটি অত্যন্ত বিলাসবহুল ও লাক্সেরিয়াস হবে। পশ্চিমবঙ্গের যে কোন মানুষ এই ক্রুজে চাপতে পারবেন। ক্রুজটি অত্যাধুনিক ও ঝাঁকঝমক হলেও, খরচপাতি শব্দের মধ্যেই থাকবে। হুগলি নদী ও উপকূল বেয়ে এই ক্রুজে চাপিয়ে পর্যটকদের দীঘা ও পুরী পৌঁছে দেওয়া হবে। যার ফলে যানজটের কোন সমস্যা থাকবে না। এই ক্রুজে চেপে মাত্র দেড় ঘন্টায় দীঘা পৌঁছানো যাবে। আর মাত্র ছয় ঘন্টায় পুরি পৌঁছানো যাবে।

আপাতত ট্রায়াল রান শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই পরিষেবা চালু করে দেওয়া হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ক্রুজটি প্রথমে ডায়মন্ড হারবার জেটি থেকে ছাড়বে। এর পরে এটি গঙ্গাসাগর যাবে। তারপর সেটি দীঘা ও পুরির উদ্দেশ্যে রওনা দেবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *