মহেন্দ্র সিং ধোনি নাকি বিরাট কোহলি

বাড়ি নাকি গাড়ির শো-রুম? মহেন্দ্র সিং ধোনি নাকি বিরাট কোহলি গাড়ির কালেকশনের দিক দিয়ে কার স্কোর কত বেশি? মাহি আর বিরাটের গাড়ি-বাইকের কালেকশনের কাছে হার মানবে যে কোনও শোরুম! সেরা গাড়ির মালিক কে? ধোনি আর বিরাটের গাড়ির কালেকশন দেখে লজ্জা পাবেন বিশ্ব বিখ্যাত ধনকুবেররাও!

ভারতীয় ক্রিকেট তারকাদের নামিদামি গাড়ির কালেকশনের কথা অজানা নয় করও কাছেই! বিশেষ করে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা জানেন সকলেই। বিলাসবহুল গাড়ি কালেকশনের দিক দিয়ে পিছিয়ে নেই বিরাট কোহলিও। তাঁদের দুজনেরই  গাড়ির কালেকশন নিমেষে টেক্কা দেবে বড় বড় গাড়ির শো-রুমকেও।

বিরাট কোহলির গাড়ির কালেকশন:

দেশের ধনী ক্রিকেটারদের তালিকায় প্রথম সারিতেই রয়েছন বিরাট কোহলি। তাঁর বিলাসবহুল জীবনযাপন কোনো ধনকুবেরদের থেকে কম নয়। বহু মূল্যবান জিনিসের মতোই বিরাটের গাড়ির কালেকশনও নজরকাড়া। তাঁর গ্যারেজের শোভা বাড়িয়েছে প্রায়  ৩ কোটি ৭০ লক্ষ টাকা দামের  Bentley Continental GT।  এছাড়াও  রয়েছে প্রায় ২ কোটি টাকার Land Rover Vogue সহ  ১.১৩ কোটি টাকার Audi RS5 .

এখনই শেষ নয় বিরাটের গ্যারাজে সারি দিয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২ কোটি টাকার  Audi A8 L W12, প্রায় ৩ কোটি টাকার অডি সিরিজের গাড়ি  Audi R8 LMX, সহ প্রায় ১ কোটি মূল্যের Audi Q7 রয়েছে বিরাটের গ্যারাজে। তবে চেজ মাস্টারের গ্যারেজে থাকা সবচেয়ে দামি গাড়িটি হল Bentley Flying Spur. জানলে অবাক হবেন এই গাড়িটির দাম প্রায় ৫.২০-৭.৬০ কোটি টাকা। এইসব দামি গাড়ির ছাড়াও বিরাটের কালেকশনে রয়েছে  ৪০ লাখ টাকার  টয়োটা ফর্চুনার, ল্যাম্বরগিনি, রেনল্ট ডাস্টারের মতো দামি গাড়। ২০২৩ সালের হিসাবে ভারতীয় এই ক্রিকেটারের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫০কোটি টাকা।

মহেন্দ্র সিং ধোনির গাড়ির কালেকশন:

অন্যদিকে মাহির দু’তলা ভর্তি গাড়ি-বাইকের কালেকশন হার মানাবে যে কোনও বড় শোরুমকেও। রাঁচিতে অবস্থিত ধোনির ফার্মহাউসের দোতলা জুড়ে  সাজানো রয়েছে সারি সারি দেশি বিদেশী মোটরবাইক। এক মিডিয়া  রিপোর্ট অনুযায়ী খবর ধোনির কালেকশনে রয়েছে ১০০-টিরও বেশি বাইক। যার মধ্যে অন্যতম Kawasaki Ninja H2, Harley-Davidson Fatboy, Ducati 1098, Yamaha RD350, Suzuki, BSA Goldstar ইত্যাদি।

ধোনির গাড়ির কালেকশনও চোখ ধাঁধানো।  ইতালির ফেরারি থেকে শুরু করে জার্মানির অডি, জাপানের মিতসুবিসি পাজেরো, ভারতের মাহিন্দ্রা সহ একাধিক গাড়ির মালিক তিনি। তাঁর কালেকশনে রয়েছে  প্রায় ১ কোটির Audi Q7,রয়েছে প্রায় ২১ লক্ষ টাকা দামের Mitsubishi Pajero SFX, এরপরেই আছে Mahindra Scorpio, Land Rover Freelander 2 এবং Land Rover 3। পাশাপাশি তাঁর গ্যারাজের শোভা বাড়িয়ে তুলেছে ৭০ লক্ষ টাকা মূল্যের Hummer H2। এছাড়াও রয়েছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা দামের  Jeep Grand Cherokee Trackhawk .

এখানেই শেষ নয়, তালিকায় রয়েছে ৭৮ লক্ষ টাকার Mercedes Benz GLE, এবং ১০ লক্ষ টাকা দামের Nissan Jonga.এছাড়াও ক্যাপ্টেন কুলের  কাছে রয়েছে Pontiac Firebird Trans am, Rolls Royce Silver Shadow, এবং ১.৫কোটি টাকার Ferrari 599 GTO এর মত গাড়ি। ২০২৩ অর্থবর্ষে প্রাক্তন এই ক্রিকেট অধিনায়কের মোট সম্পত্তি প্রায় ১ হাজার ৪০কোটি টাকা।

তাছাড়া বিভিন্ন সময় নানান ভিন্টেজ গাড়ি চড়তেও দেখা যায় মাহিকে। কিছুদিন আগেই বিরল মিনি কুপারে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে।  তাঁর কাছে রয়েছে Nissan Jonga এর মতো শক্তিশালী মিলিটারি ভেহিকেল। এই গাড়ি একসময় ভারতীয় সেনা ব্যবহার করত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *