ঘুরে গেল দুর্নীতির খেলা! এবার তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার, কাড়িকাড়ি চাকরির দুর্নীতির প্রমাণ!

ঘুরে গেল দুর্নীতির খেলা! এবার তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার, কাড়িকাড়ি চাকরির দুর্নীতির প্রমাণ!

ঘুরে গেল দুর্নীতির খেলা!

এবার তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে
উদ্ধার, কাড়িকাড়ি চাকরির দুর্নীতির প্রমাণ!

পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত
ঘনিষ্ঠ এই কাউন্সিলর!

চরম ফাঁসা ফাঁসলেন,
প্রাক্তন শিক্ষামন্ত্রী!

সম্প্রতি, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে, একাধিক তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সেই সূত্রেই সিবিআই এর জালে ধরা পড়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। যিনি বর্তমানে কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পাশাপাশি, কলকাতা পৌরসভার তৃণমূলের মুখ্য সচেতক হিসেবে কাজ করছেন। এনার বাড়িতে তল্লাশি চালানোর পর সিবিআই আধিকারিকদের চোখ কপালে উঠেছে। তথ্যসূত্র খবর বাপ্পাদিত্যের বাড়িতে টানা বহু ঘন্টা ধরে, তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে একাধিক অবৈধ কাগজপত্র মিলেছে। এই কাগজপত্রগুলোর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগসূত্র রয়েছে। এছাড়াও তল্লাশিতে মিলেছে এসএসসি এবং প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি। তদন্ত অধিকারীদের দাবি, বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির বিভিন্ন জায়গা থেকে এডমিট কার্ড, রিকমেন্ডেশন লেটার ও বায়োডাটা উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে ১০০ পাতার নথি। যেখানে রাজ্যের একাধিক পদ নিয়োগ সংক্রান্ত কিছু নথি ছিল। একজন কাউন্সিলরের বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথি এলো কি করে? এই নথিগুলো দিয়ে কাউন্সিলরই বা কি করতেন? এই প্রশ্নগুলোই ভাবাচ্ছে তদন্ত আধিকারিকদের।

এই গোটা বিষয়টি নিয়ে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত জানিয়েছেন, সিবিআই তার কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টস এবং নথি নিয়েছেন। তদন্তের সাথে যখনই ডাকা হবে, তিনি সাড়া দেবেন বলেও জানিয়েছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *