ভারতের এই ২৫ জন ব্যক্তিকে, রাস্তায় চলাচলের জন্য টাকা দিতে হয় না! এদের কাছ থেকে এক পয়সাও, টোল ট্যাক্স নেওয়া হয় না

ভারতের এই ২৫ ধরনের ব্যক্তিকে, রাস্তায় চলাচলের জন্য কোনও প্রকার টোল ট্যাক্স দিতে হয় না!

ভারতের এই ২৫ ধরনের ব্যক্তিকে,
রাস্তায় চলাচলের জন্য
কোনও টোল ট্যাক্স দিতে হয় না!

এদের কাছ থেকে এক পয়সাও,
নেওয়া হয় না!

যত বড় বড়
এক্সপ্রেসওয়ে কিংবা হাইওয়ে হোক না কেন,
এরা বিনা পয়সায় যাতায়াত করেন

এই ২৫ ধরনের ব্যক্তি কারা জানেন?
কি করেন তারা?

ন্যশানাল হাইওয়ে কিংবা এক্সপ্রেস ওয়ে দিয়ে যাতায়াত করার সময়, আপনাকে টোল প্লাজার সামনে, টোল ট্যাক্স দেওয়ার জন্য দাঁড়াতে হয়। আপনি নিশ্চয়ই জানেন আপনাকে কেন টোল ট্যাক্স কিংবা টোল কর দিতে হয়। আপনার কাছ থেকে এই কারণেই টোল ট্যাক্স নেওয়া হয় যাতে রাস্তাটির রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। এই যে আপনারা যত বড় বড় হাইওয়ে কিংবা এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন, সেগুলো আপনাদের টাকাতেই মেরামত হয়। সরকারি নিয়ম অনুযায়ী, দেশের প্রত্যেকটি নাগরিককে যেকোনো বড় বড় রাস্তার উপর দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তার নির্দিষ্ট টোল প্লাজায় টোল ট্যাক্স দিতেই হবে। আর এই নিয়ম অলংঘন করলে, সেটি অপরাধ বলে বিবেচিত হবে। যে ব্যক্তি এই অপরাধ করবে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভারতে ২৫ ক্যাটাগরির মানুষ রয়েছেন, যাদের এই টোল ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ সমস্ত ভারতবাসীকে টোল ট্যাক্স দিতে হলেও, এই ২৫ ক্যাটাগরির মানুষ যতবারই, যে রাস্তাই ব্যবহার করুক না কেন, তাদের কোনও প্রকার ট্যাক্স দিতে হয় না। এরা বিনা পয়সায় রাস্তা ব্যবহার করতে পারেন। রাস্তা মেরামতের জন্য, সরকার এদের পকেট থেকে, কোনও পয়সা নেন না। এমনকি এরা টোল টেক্সট না দিলে, অন্যদের ক্ষেত্রে যে কঠিন কঠিন শাস্তি রয়েছে, এদের ক্ষেত্রে কোনও একশনই নেওয়া হবে না।

এই ২৫ টি ক্যাটাগরি কি কি দেখুন –

রাষ্ট্রপতি,

উপরাষ্ট্রপতি,

প্রধানমন্ত্রী,

প্রতিটি রাজ্যের রাজ্যপাল,

প্রত্যেক কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী,

প্রধান বিচারপতি,

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী,

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি,

প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী,

লোকসভার স্পিকার,

ভারত সরকারের সচিব,

কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর,

পূর্ণ জেনারেল অথবা সমতুল্য পদে অধিষ্ঠিত চিফ অফ জেনারেল।

রাজ্যের আইন পরিষদের চেয়ারম্যান

রাজ্যের বিধানসভার স্পিকার

হাইকোর্টের প্রধান বিচারপতি

সাংসদ

সেনা কমান্ডার

রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি বিশিষ্টজনেরা

সেনাবাহিনীর ভাইস চিফ

রাজ্য সরকারের মুখ্য সচিব

জানেন কেন এই ২৫ ক্যাটাগরির মানুষদের টোল ট্যাক্স দিতে হয় না?

কারণ এরা কেউ দেশের সাধারণ মানুষ নন। এরা প্রত্যেকেই দেশের বড় বড় পদে অধিষ্ঠিত ব্যাক্তি। প্রত্যেকের পদমর্যাদা আকাশ ছোঁয়া। তাছাড়া এরা প্রত্যেকেই নিরলস দেশের জন্য কাজ করে চলেছেন। তাই এদের কাছ থেকে একটি টাকাও নেওয়া হয় না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *