রবিবারেই তান্ডব চালাবে ঘূর্ণিঝড় মিগজাউম! পাগলা ঘোড়ার মতন উন্মাদ বঙ্গোপসাগর! সাংঘাতিক বিপদে ভারত-বাংলাদেশের এই অঞ্চলগুলো

রবিবারেই তান্ডব চালাবে ঘূর্ণিঝড় মিগজাউম! পাগলা ঘোড়ার মতন উন্মাদ বঙ্গোপসাগর! সাংঘাতিক বিপদে ভারত-বাংলাদেশের এই অঞ্চলগুলো

রবিবারেই তান্ডব চালাবে
ঘূর্ণিঝড় মিগজাউম!

পাগলা ঘোড়ার মতন
উন্মাদ, বঙ্গোপসাগর!

টগবগিয়ে ফুঁসছে সমুদ্রের জল!
যখন তখন শুরু হবে ভয়ংকর তাণ্ডব!

সাংঘাতিক বিপদে
ভারত-বাংলাদেশ!

অশনি সংকেত দেখছে
হাওয়া অফিস!

কবে, কোথায় ল্যান্ডফল
হতে চলেছে?

পশ্চিমবঙ্গের কোন কোন জেলায়
জারি রেড এলার্ট?

কোন দিক থেকে
ধ্বংসযজ্ঞ শুরু করবে মিগজাউম?

একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগর! এবার আরো বড় মারাত্মক ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে, কেঁপে উঠবে বিশালাকার বঙ্গোপসাগর। আপনারা ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়টি সম্পর্কে জানেন। টানা কদিন ধরেই এই ঘূর্ণিঝড়টির পূর্ভাবাস দিয়ে আসছে হাওয়া অফিস। এবার আরো বড় মারাত্মক আপডেট বেরিয়ে এলো। আবাহাওয়া বিশারদরা জানিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ ৩ ডিসেম্বর ফুলিয়ে ফাঁপিয়ে চোখ রাঙাবে মিগজাউম। ইতিমধ্যেই মিগজাউম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। সময় যত বাড়ছে ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। শীঘ্রই, ৪ ডিসেম্বর দুপুরের মধ্যেই, দক্ষিণঅন্ধ্রপ্রদেশ এবং পার্শ্ববর্তী উত্তর তামিলনাড়ুর কাছাকাছি তীব্র গতিতে মিগজাউম আছড়ে পড়বে। তারপরেই এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি সমান্তরাল ভাবে উত্তর দিকে এগিয়ে আসতে থাকবে। ৫ ডিসেম্বর দুপুরে নেল্লোর এবং মাছিলিপত্তমের
মধ্যে ঘূর্ণিঝড় রূপ ধারণ করে মিগজাউম দক্ষিণ অন্ধপ্রদেশে অতিক্রম করবে।

এই ঘূর্ণিঝড়টি নিছকই সাধারণ কোনও ঘূর্ণিঝড় নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি আম্ফান, ফনি, তেজসের মতন বড় বড় ঘূর্ণিঝড়কেও হার মানাবে। এই ঘূর্ণিঝড়টির সাথে সাথে শুরু হবে মারাত্মক ঝড়। আর এই ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ কিলোমিটার। সঙ্গে বইবে ভয়ঙ্কর দমকা হাওয়া। ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছগাছালি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে প্রচন্ড সতর্ক থাকতে হবে। এই সময় পাগলা ঘোড়ার মতন উন্মাদ থাকবে গোটা বঙ্গোপসাগর। সমুদ্রের এমন উত্তাল পরিস্থিতিতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়টির প্রভাব থেকে বাংলাদেশও রেহাই পাবে না।

এখন পশ্চিমবঙ্গের বাসিন্দারা জানতে চাইছেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব বাংলায় কতটা পড়বে,কেমন পড়বে!

আলিপুর আবহাওয়া সূত্রের খবর বাংলার বেশ কিছু জেলাতেও মিগজাউম ব্যাপকভাবে তাণ্ডব চালাবে। সেই তালিকায় রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা সংলগ্ন অন্যান্য জেলা। তীব্র ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হুড়মুড়িয়ে শীতের প্রকোপ বাড়বে। রাতের বেলা ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার প্রবণতাও বেড়ে যাবে। মিগজাউম এই নামটি রেখেছে মায়ানমার। ইতিমধ্যেই মিগজাউমকে, প্রতিহত করতে সমস্ত রকম আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য থেকে কেন্দ্র সরকার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *