এবার টাটার হাত ধরে একে একে বড়লোক হতে শুরু করল মধ্যবিত্তরা! মাত্র এক রাতের মধ্যেই গরিব থেকে বড়লোক হয়ে গেলেন অনেকেই!

শেয়ার মার্কেটে নামতেই মার্কেট কাঁপাল টাটার নতুন শেয়ার, এক রাতেই বেড়ে হল তিনগুন টাকা

শেয়ার মার্কেটে নামতেই
মার্কেট কাঁপাল টাটার নতুন শেয়ার

রাতারাতি মালামাল হয়ে গেল
কয়েক লক্ষ মানুষ

এক রাতেই বেড়ে হল
তিনগুন টাকা

টাটার কোন শেয়ার করলো
এমন কামাল, দেখুন

একেই বলে হরির লুট! এবার টাটা কোম্পানিতে বিনিয়োগ করেই মালামাল, টাটার বিনিয়োগকারীরা। তাও আবার ছোটখাটো নয়, একেবারে মোটা অংকের লাভ কষেছেন বিনিয়োগকারীরা। একেবারে মধ্যবিত্ত থেকে রাতারাতি হয়ে গেছেন বড়লোক। গোটা দেশজুড়ে আলোচিত হচ্ছে এ বিষয়টি। মূলত টাটা গ্রুপের গ্লোবাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির হাত ধরে এই লক্ষ্মী লভটি করেছে গ্রাহকেরা।

তথ্যসূত্রের খবর, বৃহস্পতিবার দালাল স্ট্রিটে টাটা টেকনোলজিস লিমিটেড এর একটি দুর্দান্ত সূচনা হয়। যার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১,২০০ টাকা তালিকাভুক্ত হয়েছে। এটি ৫০০ টাকার ইস্যু মূল্যের চেয়েও ১৪০% বেশি ছিল বলে জানা যায়। এক্ষেত্রে বেশ কিছু মূল্যবান তথ্য আপনাদের জানিয়ে রাখি।

প্রথমটি হল বিএসসি এবং এনএসসি স্টক এক্সচেঞ্জ টাটা টেকনোলজিসের শেয়ার ১৪০০ টাকায় পৌঁছে যায়। আর এই অংকটি ছিল টাটা কোম্পানি আইপিও মূল্যের চেয়েও ১৮০ শতাংশ বেশি। ঘড়ি ধরে দু’ঘণ্টার মধ্যেই টাটার এই প্রত্যেকটি শেয়ার পৌঁছে যায় প্রায় ১৬৭ শতাংশের প্রিমিয়ামে।

সেই সঙ্গে বি এস ই তে টাটা কোম্পানির ভ্যালুয়েশন বেড়ে যায় ৫৩ হাজার ৬৩ কোটি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সমস্ত বিনিয়োগকারীরা বড় লাভ চাইছেন তারা টাটা কোম্পানির এই শেয়ারটি কিনতে পারেন। যার ফলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা অবশ্যই একটি সুখকর লাভ পেতে পারেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *