গৌতম আদানীর সম্পত্তি

একদিনেই লাফিয়ে বাড়ল গৌতম আদানীর সম্পত্তি! হিন্ডেনবার্গ রিপোর্ট ছাপিয়ে একদিনেই পাল্টে দিলেন বিশ্বের  ধনী তালিকা! হু হু করে শেয়ার বাড়ছে আদানী গ্রুপের! এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় কত নম্বরে গৌতম আদানি?

লাফিয়ে বাড়ছে ভারতীয় ধনকুবের গৌতম আদানীর সম্পত্তি। ব্লুমবার্গের রিপোর্ট বলছে মঙ্গলবার আদানী গ্রুপের কর্ণধার গৌতম আদানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়েছে দৈনিক ৬৫০ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫৪ হাজার ১৫৬ কোটি টাকা। একদিনেই এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির কারণে গৌতম আদানির সম্পত্তি বেড়ে এখন দাঁড়িয়েছে ৬৬.৭ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকার সমান।

অথচ কিছুদিন আগেই হিন্ডেনবার্গের রিপোর্টের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল গৌতম আদানির সাম্রাজ্য। তবে এবার সেই রিপোর্ট অতীত, সমস্ত রেকর্ড ওলট-পালট করে দিয়ে ফের একবার ঘুরে দাঁড়িয়েছেন গৌতম আদানি। এক দিনেই হুড়মুড়িয়ে বেড়েছে  আদানিদের শেয়ার দর। সত্যি সত্যিই  রাতারাতি ভাগ্য বদল হয়েছে ভারতীয় এই ধন কুবেরের। এই মুহূর্তে ১৯তম ধনকুবেরের জায়গায় জ্বলজ্বল করছে গৌতম আদানির নাম।  যদিও  মঙ্গলবারের আগে  বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২২ নম্বরে ছিলেন আদানি।

যদিও তাঁর থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় ধনুকের মুকেশ আম্বানি। বর্তমানে তিনি রয়েছেন ১৩-তম স্থানে। অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ ৮৯৫০ কোটি ডলার। ২০২৩ সালে তাঁর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ২৩৪ কোটি ডলার।তবে মুকেশ আম্বানি যতই এগিয়ে থাকুক না কেন, গৌতম আদানির  একদিনেই একলাফে এত পরিমান সম্পত্তি বৃদ্ধি দেখে হকচকিয়ে গিয়েছে গোটা বিশ্ব। আদানির এই দুর্দান্ত কামব্যাক পিছনে ফেলে দিয়েছে জুলিয়া ফ্লেশার কোচ অ্যান্ড ফ্যামিলি, চিনের ঝং শানশান এবং আমেরিকার চার্লস কোচকে।

কিন্তু এখন প্রশ্ন হল কিভাবে, ঠিক কোন ফর্মুলায় আদানি একদিনে এত টাকা রোজগার করলেন? বিপোর্ট বলছে মঙ্গলবার শেয়ার মার্কেটে আদানি গোষ্ঠীর শেয়ারগুলি ব্যাপক বৃদ্ধি পেয়েছে তাতেই একদিনে ঊর্ধ্বমুখী হয়েছে আদানি গোষ্ঠীর সম্পত্তি।  এই মুহূর্তে তাঁদের মোট  ১০টি শেয়ার, শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে। এদিন আদানি গ্রুপের শেয়ার হুহু করে বাড়তেই প্রকাশ্যে এলো চমকে দেওয়ার মতো রিপোর্ট।

মঙ্গলবার আদানি এন্টারপ্রাইজের শেয়ার চড়চড় করে  প্রায় ৮.৬৬ শতাংশ বেড়ে গেল। সবচেয়ে বেশি বেড়েছে   আদানি টোটাল গ্য়াসের শেয়ার। সেটা হল  প্রায় ২০ শতাংশ। আদানি পাওয়ারের শেয়ার বেড়েছে ১২.৩২ শতাংশ। আদানি গ্রিন এনার্জির শেয়ার বেড়েছে ১২.২৭ শতাংশ। আদানি উইলমারের শেয়ার বেড়েছে ৯.৯৬ শতাংশ ও আদানি পোর্টসের শেয়ার বেড়েছে ৫.২০ শতাংশ। ঐদিন আদানি গোষ্ঠীর স্টক অন্ততপক্ষে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ১ লক্ষ টাকা বৃদ্ধির রেকর্ড হয়েছে। তাই শুক্রবার যেখানে তাঁদের মার্কেট মূলধন ছিল ১০ লক্ষ ২৭ হাজার কোটি টাকা সেই জায়গায় মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১১ লক্ষ ৩১ হাজার ৯৬ কোটি টাকা। সব মিলিয়ে আদানিদের কোম্পানিতে একেবারে বিরাট খুশির হাওয়া।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *