মাঝ রাতে প্রবল বেগে আছড়ে পড়বে আরো ১টি ঘূর্ণিঝড়! টগবগিয়ে ফুটছে বঙ্গোপসাগর, সাংঘাতিক বিপদে পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি!

মাঝ রাতে প্রবল বেগে আছড়ে পড়বে আরো ১টি ঘূর্ণিঝড়! টগবগিয়ে ফুটছে বঙ্গোপসাগর, সাংঘাতিক বিপদে পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি!

মাঝ রাতে প্রবল বেগে আছড়ে
পড়বে আরো ১টি ঘূর্ণিঝড়!

টগবগিয়ে ফুটছে বঙ্গোপসাগর !
যখন তখন শুরু হবে ভয়ংকর তাণ্ডব!

সাংঘাতিক বিপদে
পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি!

অশনি সংকেত দেখছে
হাওয়া অফিস!

কোথায় কোথায় হানাদারি
চালাবে এই ঘূর্ণিঝড়?

পশ্চিমবঙ্গের কোন কোন জেলায়
জারি রেড এলার্ট?

চলতি বছরের আবহাওয়ায় বিপর্যয় লেগেই রয়েছে। একের পর এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। আমফান, ফণীর মতন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে দেশবাসী। এখানেই শেষ নয় এবার আরো বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এবার যে ঘূর্ণিঝড়টি হবে, তারপরে বাংলায় চরম ক্ষতি হবে। অর্থাৎ আসন্ন ঘূর্ণিঝড়টি দ্বারা বাংলা প্রভাবিত হবে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। জানা গিয়েছে বঙ্গোপসাগরে টগবগিয়ে ফুটছে ঘূর্ণিবর্তটি। এখনো পর্যন্ত ঘূর্ণাবর্তটির যা অবস্থান, তা থেকে অনুমান করা হচ্ছে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সেটি ধীরে ধীরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পরিবর্তিত হবে। আর এই ঘূর্ণিঝড়টির নাম মিগজাউম।

এখন প্রশ্ন হচ্ছে আসন্ন এই ঘূর্ণিঝড়টি,,কোথায় কি রকম প্রভাব ফেলবে?

হাওয়া অফিস, সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গে সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে। দক্ষিণবঙ্গে ব্যাপক ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেপে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে দক্ষিণবঙ্গে তান্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। সকলকে সাবধান থাকার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমবে। শীতের মাত্রাও হু হু করে বাড়বে। সেই সাথে ওড়িশাতেও এই ঘূর্ণিঝড়টি ব্যাপক তাণ্ডব চালাবে। ওড়িশার বালাসোর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিনপুর, পুরী, খুড়দা এবং গঞ্জামের জেলাশাসকদের আপৎকালীন সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই সমুদ্র ভয়ংকর আকার করবে। বজ্র বিদ্যুৎ হয় ভারী বৃষ্টিপাত হবে। আসন্ন এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল ঠিক কোথায় হবে, সেই নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে এটি পরবর্তীতে বাংলাদেশের দিকেও যেতে পারে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *