জানেন? ২০২৪ সালের আইপিএলে কোন টিমে কি কি পরিবর্তন এলো? কোন দল কোন কোন প্লেয়ারকে ধরে রাখল?কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিল?

জানেন? ২০২৪ সালের আইপিএলে কোন টিমে কি কি পরিবর্তন এলো? কোন দল কোন কোন প্লেয়ারকে ধরে রাখল?কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিল?

জানেন? ২০২৪ সালের আইপিএলে
কোন টিমে কি কি পরিবর্তন এলো?

কোন দল কোন কোন প্লেয়ারকে
ধরে রাখল?

কোন কোন প্লেয়ারকে
ছেড়ে দিল?

নিলামে কোন ফ্রেঞ্চাইজির হাতে
কত টাকা রইল?

২০২৪ সালের আইপিএলে
পদে পদে নয়া চমক

দেখুন আইপিএলের
সমস্ত দলের আপডেট

আইপিএল ২০২৪ এর প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই আইপিএলে দলবদলের খেলাও শেষ হল। একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে বিভিন্ন টিম। আবার একাধিক নতুন ক্রিকেটারকে টিমে নিয়েছে। এক কথায়, ২০২৪ এর আইপিএলে থাকছে বড় চমক। আইপিএলের নিলাম যুদ্ধে চূড়ান্ত হয়ে গিয়েছে, কোন টিম কোন প্লেয়ারকে ধরে রাখছে ও কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। সেই সঙ্গে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে কত টাকা রয়েছে সেই তথ্য উঠে এসেছে। এখন দেখুন, আইপিএল ২০২৪ এর জন্য ১০ টি টিম, ঠিক কোন কোন ক্রিকেটারকে রিলিজ করল, আর কোন কোন ক্রিকেটারকে রিটেইন্ড করল এবং রিটেন করার পর কোন ফ্রেঞ্চাইজির হাতে কত টাকা থাকলো সেই তালিকাটি –

প্রথমেই দেখুন চেন্নাই সুপার কিংস

আইপিএল ২০২৪ এর জন্য, চেন্নাই সুপার কিংস যে সমস্ত খেলোয়াড়কে ধরে রেখেছে তাঁরা হলেন –

মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, অজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরনজিৎ সিং, অজয় মণ্ডল, নিশান্ত সিন্ধু, শায়েক রশিদ, মুকেশ চৌধুরি। আগামী মরশুমেও টিমকে নেতৃত্ব দিতে পারেন মাহি।

আর যাদের ছেড়ে দিলেন তারা হলেন

বেন স্টোকস, ডোয়াইন প্রিটোরিয়াস, আম্বাতি রায়ডু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত ভার্মা, সেনাপতি এবং আকাশ সিং।

চেন্নাই সুপার কিংসের পার্সে এখনও ৩২.২ কোটি টাকা রয়েছে।

এবার দেখুন দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২৪ এর জন্য, দিল্লি ক্যাপিটালস যাদের ধরে রেখেছে তারা হলেন,

ঋষভ পন্থ, প্রবীণ দুবে, ডেভিড ওয়ার্নার, পৃথ্বীশ, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অক্ষর পাটেল, ঈশান শর্মা, মুকেশ কুমার।

আর ছেড়ে দিয়েছেন,

রিলি রোসোউ, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগারকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান ও প্রিয়াম গর্গ।

দিল্লি ক্যাপিটালসের হাতে এখনো ২৮ কোটি টাকা রয়েছে।

এবার দেখুন রাজস্থান রয়েলস

রাজস্থান রয়েলস ধরে রেখেছে, সঞ্জু স্যামসন, জশ বাটলার, যশস্বী জয়সওয়াল, আর অশ্বিন, নবদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহ্বাল ও অ্যাডাম জাম্পাকে।

আর ছেড়ে দিয়েছে –
জো রুট, আব্দুল বাসিত, জেসন হোল্ডার, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, ওবেদ ম্যাককয়, মুরুগান অশ্বিন, কেসি কারিপ্পা, কেএম আসিফ।

রাজস্থান রয়ালসের পার্সে রয়েছে ১৪.৫ কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্স এর অবস্থা দেখুন –

কেকেআর ধরে রেখেছে, নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লা গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারাইন, অ্যান্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীকে।

ছেড়ে দিয়েছে, সাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড উইজ, শার্দুল ঠাকুর, নারায়ণ জগদেসান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লসকে।।

এখনো পর্যন্ত শাহরুখের টিমে ৩২ কোটিরও বেশি টাকা রয়েছে।

এরপরেই আছে মুম্বই ইন্ডিয়ান্স-

এখান থেকে বাদ পড়েছেন মহম্মদ আরশাদ খান, রাঘব গয়াল, জোফ্রা আর্চার, ডুয়ান জনসেন।।

রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, এন তিলক বর্মা, টিম ডেভিড, অর্জুন তেণ্ডুলকর, ক্যামেরন গ্রিন, যশপ্রীত বুমরা, পীযূশ চাওলা।

সবার শেষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু-

এখান থেকে বাদ পড়েছেন, হর্ষল পটেল, জশ হ্যাজেলউড, ডেভিড উইলি, অবিনাশ সিং, কেদার যাদব।

রাখা হয়েছে, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, বিরাট কোহলি, আকাশ দীপ, মহম্মদ সিরাজকে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *