২০২৪ এর ছুটির তালিকায় বিরাট বড় চমক! শুধুই ছুটি আর ছুটি! সরকারি সেক্টরগুলোতে যেন ছুটির বন্যা!

২০২৪ এর ছুটির তালিকায় বিরাট বড় চমক! শুধুই ছুটি আর ছুটি! সরকারি সেক্টরগুলোতে যেন ছুটির বন্যা!

২০২৪ এর ছুটির তালিকায়
বিরাট বড় চমক!

শুধুই ছুটি আর ছুটি!
সরকারি সেক্টরগুলোতে যেন
ছুটির বন্যা!

দুর্গো পূজোতেও ছুটির সাথে
থাকছে অতিরিক্ত ছুটি!

কবে কবে বন্ধ থাকছে
স্কুল-কলেজ অফিস?

২০২৪ সালে মোট কত দিনের
ছুটি পাবেন আপনারা?

দেখুন নবান্নের ছুটির তালিকা

২০২৩ সাল শেষ হতে না হতেই ২০২৪ এর ছুটির তালিকা প্রকাশ্যে চলে এলো। নতুন বছরের ছুটির তালিকায়, সরকারি সেক্টরগুলোতে একেবারে ছুটির বন্যা বইছে। প্রতিবছরই রাজ্য সরকার, একটি করে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করে। এবারেও সেটি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মচারী থেকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সকলেই অপেক্ষায় থাকে এই তালিকার জন্য। কারণ এই ছুটির তালিকা মেনেই সরকারি স্কুল, কলেজ ও অফিসের ছুটি নির্ধারিত হয়। এই ছুটির তালিকাতেই ২০২৪ সালের দূর্গা পূজোর ছুটির কথাও উল্লেখ করা হয়েছে। পূজো উপলক্ষে, কদিন, কিরকম ছুটি থাকবে বিস্তারিত রয়েছে এই তালিকায়। আপনাদের সেটিও জানিয়ে দেওয়া হবে, তবে তার আগে চলুন ২০২৪ সালে, কোন কোন দিন ছুটি থাকছে এক নজরে দেখে নেওয়া যাক –

১২ জানুয়ারী, শুক্রবার থাকছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছুটি।

২৩ শে জানুয়ারি মঙ্গলবার থাকছে নেতাজি জয়ন্তী উপলক্ষে ছুটি।

২৬ শে জানুয়ারি শুক্রবার থাকছে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ছুটি।

সরস্বতী পূজো উপলক্ষে ১৪ই ফেব্রুয়ারি বুধবার ছুটি।

২৫ শে মার্চ সোমবার দোলযাত্রা সেই উপলক্ষে ছুটি।

২৯ শে মার্চ শুক্রবার, গুড ফ্রাইডে সেই উপলক্ষে ছুটি।

১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি।

পহেলা মে বুধবার শ্রমিক দিবস উপলক্ষে ছুটি।

মে মাসের ৮ তারিখ বুধবার, রবীন্দ্র জয়ন্তী সেই উপলক্ষেও ছুটি পাচ্ছেন সরকারি কর্মী থেকে ছাত্রছাত্রীরা।।

২৩ই মে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা সেই উপলক্ষেও থাকছে ছুটি।

১৭ই জুন সোমবার, বকরি ঈদ, সেদিনও সরকারি ছুটি থাকছে।

এছাড়াও মহরম, স্বাধীনতা দিবস এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে যথাক্রমে ছুটি থাকছে ১৭ জুলাই, ১৫ ই আগস্ট এবং ২ অক্টোবর। ২রা অক্টোবর মহালয়াও পড়ছে।

এবার এক নজরে দেখে নিন ২০২৪ সালের দুর্গাপূজোয় কেমন ছুটি থাকছে –

২০২৪ সালের ১০ই অক্টোবর, বৃহস্পতিবার, সপ্তমী পরছে। পুজো উপলক্ষে এই দিন যথারীতি ছুটি থাকছে।

২০২৪ সালের অষ্টমী এবং নবমী ১১ অক্টোবর শুক্রবার একসঙ্গে পড়ছে। এই দিনও বন্ধ থাকছে।

১২ ই অক্টোবর শনিবার দশমী। যথারীতি এইদিনও পূজোর ছুটি থাকছে।

এরপর লক্ষ্মীপূজো, কালীপুজো এবং গুরু নানকের জন্মদিন উপলক্ষে, যথাক্রমে ছুটি থাকছে – ১৬ই অক্টোবর বুধবার, ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ১৫ই নভেম্বর শুক্রবার।

এখানে আপনাদের জানিয়ে রাখি ১৬ ই অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটির সাথে, অতিরিক্ত আরও দুদিন ১৭ ও ১৮ অক্টোবরেও ছুটি ঘোষণা করা হয়েছে।

আর ২০২৪ সালের সর্বশেষ ছুটি পড়ছে ক্রিসমাস উপলক্ষে ২৫শে ডিসেম্বর বুধবার। ২০২৪ সালে মোট ৪৫টি ছুটি থাকছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *