একসাথে ৮ হাজারেরও বেশি পদে শুরু হল নিয়োগ! লাগবে না জটিল কোনও ডিগ্রী, সহজ সরল আবেদন পদ্ধতি, মিস করবেন না এই সুযোগ

একসাথে ৮ হাজারেরও বেশি পদে শুরু হল নিয়োগ! বিশাল বড় আপডেট শোনাল SBI, এইভাবে করুন আবেদন

একসাথে ৮ হাজারেরও বেশি
পদে শুরু নিয়োগ!

লাগবে না জটিল কোনও ডিগ্রী,
সহজ সরল আবেদন পদ্ধতি!

বিশাল বড় আপডেট
শোনাল SBI!

কবে থেকে নিয়োগ
কীভাবে করবেন আবেদন?

চাকরিটি পেতে চাইলে,
মাত্র দু মিনিটে দেখুন এই ভিডিও

চাকরির আকালে রাজ্যের চাকরিপ্রার্থীদের বিশাল বড় সুখবর শোনাল এসবিআই ব্যাংক। সম্প্রতি বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে সাড়া ফেলেছে এই রাষ্ট্রায়াত্ত ব্যাংকটি। একেই বাংলায় চাকরি নেই, যোগ্য ছেলেমেয়েরা একটি চাকরির জন্য এদিক ওদিক হন্য হয়ে ছুটছে,, এই সময় দাঁড়িয়ে এই খবরটি তাদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। সহজ কিছু শর্ত পূরণ করেই এই চাকরিটি পেয়ে যেতে পারেন আপনিও। এতে আপনার বেকারত্বও যেমন ঘুচবে একই সঙ্গে আপনার হাতে মোটা টাকাও আসবে।

এক নজরে দেখুন চাকরিটির খুঁটিনাটি –

চাকরিটিতে পদের নাম –

এই চাকরিটিতে জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদে নিয়োগ করা হবে।

চাকরিটিতে মোট শূন্যপদের সংখ্যা:

এই চাকরিতে মোট শূন্য পদের সংখ্যা ৮,০০০-এরও বেশি। অর্থাৎ ৮,০০০ এরও বেশি পদে নিয়োগ হবে।

চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা:

এক্ষেত্রে তেমন কোনো জটিলতা নেই। আবেদনকারীকে শুধুমাত্র যেকোনো অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।

চাকরিপ্রার্থীর বয়সসীমা:

চাকরিপ্রার্থীকে অবশ্যই ২০ থেকে ২৮ বছর বয়সী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

১, SBI-এর অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যান।

২, এখানে গিয়েই যাবতীয় তথ্য পূরণ করুন।

৩, এভাবেই সম্পন্ন করুন রেজিস্ট্রেশন।

৪, এরপর সেখানে উল্লেখ করা আবেদন ফি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করুন।

নিয়োগ পদ্ধতি –

১, প্রিলিমিনারি বা প্রাথমিক পরীক্ষা হবে ২০২৪-এর জানুয়ারি মাসে।

২, মেন পরীক্ষা হবে ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে।

বেতন কত হবে?

এই চাকরিতে বেতন হবে প্রতি মাসে ১৯ হাজার থেকে ৯ হাজার টাকা।

গুরুত্বপূর্ণ কিছু তারিখ:

২০২৩ সালের ১৭ই নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা চলবে ২০২৩ সালের ৭ই ডিসেম্বর পর্যন্ত। তবে চাকরিপ্রার্থীরা ২০২৩ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদনের ফর্মের হার্ডকপি বের করতে পারবেন। এসবিআই এর তরফে দেওয়া চাকরির এই সুবর্ণ সুযোগটি মিস করতে না চাইলে, এই তারিখগুলো মনে রাখুন এবং গাইডলাইন মেনে দ্রুত রেজিস্ট্রেশন করুন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *