বাংলায় ১ লক্ষ কণ্ঠে হবে গীতাপাঠ! থাকতে পারেন মোদীও, কোথায় হচ্ছে এই অনুষ্ঠান?

বাংলায় ১ লক্ষ কণ্ঠে হবে গীতাপাঠ! থাকতে পারেন মোদীও, কোথায় হচ্ছে এই অনুষ্ঠান?

বাংলায় ১ লক্ষ কণ্ঠে হবে
গীতাপাঠ!

অগণিত কণ্ঠে শোনা যাবে
গীতার মাহাত্ম্য, শ্রীকৃষ্ণের বাণী!

থাকতে পারেন মোদীও,
মুখোমুখি হতে পারেন
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী!

কোথায় হচ্ছে এই অনুষ্ঠান?
কারা কারা থাকবেন?

লাখ লাখ কণ্ঠে গীতা পাঠের আয়োজন হচ্ছে বাংলায়। ডিসেম্বরেই আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। গীতা জয়ন্তী উপলক্ষে , এই অভিনব উদ্যোগ নিয়েছে, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংসকৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। কলকাতার বিগ্রেডের ময়দানে, লাখ লাখ কণ্ঠে এক সঙ্গে শোনা সব গীতার বাণী। আগামী মাসের ২৪ তারিখ,, সকাল ৯ টায় এই অনুষ্ঠান শুরু হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ রেখেছেন এই অনুষ্ঠানে যাতে তিনি উপস্থিত থাকেন। প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও বাংলার সমস্ত বিধায়কদের। আশা করা হচ্ছে যদি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই উপস্থিত থাকেন, তাহলে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথিদের তালিকায় থাকছেন একাধিক বড় বড় সাধু সন্ন্যাসীরা। কুড়ি হাজার আটটি শঙ্খ ধ্বনির মাধ্যমে সূচনা হবে এই অনুষ্ঠানটির। এরপর উপস্থিত সকলেই এক সঙ্গে পাঠ করবেন গীতা। অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্পূর্ণ এই অনুষ্ঠানটি তিন ঘন্টা ধরে চলবে এবং এখানে গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। আনুমানিক ১ লক্ষ মানুষের সমাগম হবে।

সনাতন ধর্মকে বিশ্বমঞ্চে আরো বেশি ছড়িয়ে দিতে ও সনাতনীদের মাহাত্ম্যকে তুলে ধরতে এই গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। বিষয়টি সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিঃসন্দেহে খুবই আনন্দের এবং গর্বের। ইতিমধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে রাজ্যজুড়ে তোড়জোড় শুরু হয়েছে। সকলেই অপেক্ষায় রয়েছে বিশেষ এই দিনটির জন্য।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *