এখন থেকে চিকিৎসার জন্য আর হন্য হয়ে ঘুরতে হবে না! ট্রিটমেন্ট হোক বা মেডিসিন, কোনোটার জন্যই ভিক্ষেও চাইতে হবে না, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

এখন থেকে চিকিৎসার জন্য আর হন্য হয়ে ঘুরতে হবে না! ট্রিটমেন্ট হোক বা মেডিসিন, কোনোটার জন্যই ভিক্ষেও চাইতে হবে না, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

এখন থেকে চিকিৎসার জন্য
আর হন্য হয়ে ঘুরতে হবে না!

ট্রিটমেন্ট হোক বা মেডিসিন,
কোনোটার জন্যই ভিক্ষেও চাইতে হবে না!

সমস্ত সমস্যা মিটিয়ে দিলেন
মুখ্যমন্ত্রী!

নিলেন বিরাট পদক্ষেপ!
শুনলেই শান্তির নিঃশ্বাস ফেলবে রাজ্যবাসী!

বাংলার মানুষের কল্যাণে সবসময় কাজ করে চলেছেন মমতা ব্যানার্জী। রাজ্যবাসীদের ভালো রাখতে তিনি নতুন নতুন পরিষেবা নিয়ে আসেন। এবার তিনি আরো বড় উদ্যোগ নিলেন। যা শুনলে শান্তি পাবেন আপনারাও। মুখ্যমন্ত্রীর এই নতুন উদ্যোগে লাখ লাখ মানুষ উপকার পাবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার কপালেও রয়েছে এই সুবর্ণ পরিষেবা! এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য জুড়ে খোলা হবে ১২০টি আয়ুস ডিসপেনসারি। এখন হয়ত অনেকেই ভাবছেন
এটা আবার কি?

আয়ুস ডিসপেনসারি হল এমন একটি পরিষেবা যার আওতায় স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়। সেই সাথে এই পরিষেবার মাধ্যমে আপনি সাশ্রয়ী মূল্যে ঔষধও পেয়ে যাবেন।

এই পরিষেবার উদ্দেশ্য কি?

আজকাল সুচিকিৎসা এবং সাধ্যের নাগালে ঔষধ পাতি কিনতে রোগীকে এদিক ওদিক ছুটতে হয়। এতে করে রোগীর ও রোগীর পরিজনদের প্রচন্ডভাবে ভুগতে হয়। এই সমস্যা নিরসনের জন্য এই পরিষেবা চালু করতে চলেছেন রাজ্য সরকার।

কারা পাবেন এই সুবিধা?

পশ্চিমবঙ্গের আধা শহরতলি এবং গ্রামের মানুষদের এই পরিষেবা দেওয়া হবে।

কি কি থাকছে এই পরিষেবা ?

প্রথমত,, এই পরিষেবার মাধ্যমে মানুষকে আরো ভালো এবং কম খরচে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

দ্বিতীয়ত,, এই পরিষেবার আওতায় রাজ্য জুড়ে ৭০ টি হোমিওপ্যাথিক, ৪০টি আয়ুর্বেদিক এবং দশটি ইউনানী ডিসপেন্সারি খোলা হবে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৭ টি ডিসপেন্সারি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। যার মধ্যে নয়টি হোমিওপ্যাথিক, সাতটি আয়ুর্বেদিক এবং একটি ইউনানি ডিসপেন্সারি থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও শহর কলকাতার বিভিন্ন অঞ্চলে ১৫ টি ডিস্পেন্সারি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। যার মধ্যে থাকবে দশটি হোমিওপ্যাথিক এবং পাঁচটি আয়ুর্বেদিক ডিসপেনসারি। এই পরিপ্রেক্ষিতে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের এহেন পদক্ষেপ,, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে আরো বেশি উন্নত পর্যায়ে নিয়ে যাবে।।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *