এবার মিলবে ফ্রি ইন্টারনেট, বড়সড় ঘোষণা মাস্কের! টেক্কা দিতে রেডি জিও’ও

এবার মিলবে ফ্রি ইন্টারনেট, বড়সড় ঘোষণা মাস্কের! টেক্কা দিতে রেডি জিও’ও

এবার মিলবে ফ্রি ইন্টারনেট!
বড়সড় ঘোষণা মাস্কের!

টেক্কা দিতে রেডি
জিও’ও!

মাস্কের আগে বাজার কাঁপাতে,
বড়সড় পরিকল্পনা আম্বানির!

এতদিন ভারতে ইন্টারনেটে ব্যবস্থা বলতেই মানুষ বুঝত জিও। সহজলভ্য ও পকেট ফ্রেন্ডলি পরিষেবার কারণে জিওর কদর দিনকে দিন বেড়েই চলেছে। জিওর দাপটে অন্য কোম্পানিগুলো প্রায় মুছে যেতে আরম্ভ করেছে। তবে এবার রিলায়েন্স জিওর একচেটিয়া আধিপত্যে ভাগ বসাবে বিশ্ব বিখ্যাত শিল্পপতি ইলন মাস্ক। ভারতের ইতিহাসে বড়সড় আলোড়ন তৈরি করতে চলেছেন ইলন। তিনিও ভারতে শুরু করতে চলেছেন নিজস্ব ইন্টারনেটে পরিষেবা ব্যবস্থা স্টারলিঙ্ক। ইতিমধ্যেই ভারতে ব্যবসা পাতার সমস্ত পরিকল্পনাই তিনি চূড়ান্ত করে ফেলেছেন। খাতায় কলমে আর বেশিদিন নেই। খুব শীঘ্রই ভারতে খেল দেখাবে স্টারলিঙ্ক। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা হবে। যেখানে পেয়ে যাবেন হাই, ফাই নেটের স্পিড, দুর্দান্ত সব ব্যবস্থা।

তথ্যসূত্র খবর ভারতের প্রবেশের আগেই স্টারলিঙ্ক
মেক্সিকোতেও বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছে। ইতিমধ্যেই ৯০ মিলিয়ন ডলারের একটি চুক্তিও সম্পন্ন করেছে। এদিকে ইলন মাস্কের তোড়জোড় দেখে আরো বেশি তৎপর হতে শুরু করেছে জিও। রিলায়েন্স নিয়ে এসেছে তাদের নতুন ইন্টারনেট পরিষেবা জিও স্পেস ফাইবার। ইতিমধ্যেই জিও স্পেস ফাইবার ১১৫টি শহরে পরিষেবা দেওয়া শুরু করেছে। ইলনের স্টারলিংক ভারতে প্রবেশের আগেই বাজার ধরতে মরিয়া আম্বানির জিও। তাই কোনো কমতি রাখছেন না। দেশের প্রতিটি কোনায় কোনায় জিও স্পেস ফাইবার পৌঁছে দিতে উদ্যোগী রিলায়েন্স জিও। 599 টাকা থেকে শুরু হচ্ছে জিও স্পেস ফাইবারের প্ল্যান। এই প্লানটির সঙ্গে সম্পূর্ন বিনামূল্যে থাকছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ একাধিক ott অ্যাপের একসেস। ইতিমধ্যেই রিলায়েন্স তাদের পরিষেবা শুরু করেছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ, গুজরাট, কর্ণাটক, দিল্লি, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *