এক সময় এটা ছিল ভারতের রাজ্য, আজ হয়েছে জেলা! এটাই ভারতের বৃহত্তর জেলা

এক সময় এটা ছিল ভারতের রাজ্য, আজ হয়েছে জেলা! এটাই ভারতের বৃহত্তর জেলা

এক সময় এটা ছিল
ভারতের রাজ্য, আজ হয়েছে জেলা!

এটাই ভারতের বৃহত্তর জেলা!
অসম্ভব সুন্দর, নজরকাড়া এখানকার সব কিছু!

দূর দূরান্ত থেকে পর্যটক আসেন
এই জেলাটিকে দর্শন করতে!

কি নাম এই জেলাটির?

বর্তমান ভারতে ২৮ টি রাজ্য এবং ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল। এই রাজ্যগুলোর সাথে সাথেই রয়েছে একাধিক জেলা। তবে ভারতে থাকা জেলাগুলোর মধ্যে সবচেয়ে বড় জেলাটি আগে ছিল রাজ্য। পরবর্তীতে সেটিকে জেলায় পরিবর্তিত করা হয়। অনেকেই এই তথ্য জানেন না। এই জেলাটি আজ ভীষণভাবে পরিচিত। জেনারেল নলেজ বইতেও এই প্রশ্ন দেখা যায়। এই জেলাটি হল গুজরাটের কচ্ছ। এটি আজ ভারতের বৃহত্তম জেলা।

১৯৫০ সালে এটা ছিল রাজ্য। কচ্ছের অধিকাংশ অংশই মরুভূমিতে ঢাকা। ভাষার ভিত্তিতে কচ্চ নামক রাজ্যটিকে দুটি ভাগে ভাগ করা হয়। এই দুটি অংশ হলো গুজরাট এবং অপরটি হল মহারাষ্ট্র। বর্তমানে গুজরাতের অন্তর্গত কচ্ছ। আজকের দিনে কচ্ছ পশ্চিম ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল। এই স্থানে আগে খুব ঘনঘন ভূমিকম্প হতো। তবে সেই ভয় এখন অনেকটাই কাটিয়ে উঠেছে এখানকার মানুষ। কচ্ছ এখন পর্যটন প্রেমীদের কাছে মনের মতন একটি সাজানো শহর। গুজরাতে গেলে কচ্ছ দেখবেন না এমন মানুষ খুঁজে পাবেন না। এখানকার মানুষ খুব কালার ফুল। সাজগোজ থেকে পোশাক আশাক সবেতেই এদের রং মিলান্তি। এখানে একাধিক দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম স্বামী নারায়ন মন্দির। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানকার স্বনামধন্য স্থানগুলো দেখতে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *