এবার বন্ধ হবে রেল টিকিটের কালো বাজারি! রেলের টিকিট নিয়ে কেউ করতে পারবে না দালালি

এবার বন্ধ হবে রেল টিকিটের কালো বাজারি! রেলের টিকিট নিয়ে কেউ করতে পারবে না দালালি

এবার বন্ধ হবে রেল টিকিটের
কালো বাজারি!

রেলের টিকিট নিয়ে, আর কেউ
করতে পারবে না দালালি!

বড়সড়ো একশন নিল
ভারতীয় রেল!

চরম সুবিধা হবে যাত্রীদের!

চলছে উৎসবের মাস। এই সময় ট্রেন পরিষেবার আলাদাই চাহিদা থাকে। আর এই সুযোগটিকে কাজে লাগায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী। যারা ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি চালান। এক কথায় যাকে বলে দালালি। আর এই দালালদের চক্করে পরে যাত্রীদের বেজায় নাজেহাল হতে হয়। তাই এদের দমন করতে সক্রিয় হয়েছে ভারতীয় রেলওয়ে। মূলত আইআরসিটিসিতে ভুয়ো একাউন্ট খুলে দালালরা এই ধরনের ক্রিয়াকলাপ চালায়। এবার এই রকম ২০০ টিরও বেশি ভুয়ো একাউন্টকে চিহ্নিত করে বন্ধ করেছে রেলওয়ে কতৃপক্ষ। সেই সাথে কারা কারা টিকিট নিয়ে কালোবাজারি করছে তাদেরকে চিহ্নিত করার জন্য উঠেপড়ে লেগেছে আরপিএফ।

আইআরসিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, এর আগেও একাধিক ভুয়ো একাউন্ট চিহ্নিত করে বন্ধ করা হয়েছিল। কিন্তু তাতেও থামানো যায়নি এই কালো বাজারি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই সমস্ত দালালবাজদের সংখ্যা। নয়া দিল্লিতেও উত্তর রেলওয়ে শাখাতে ৫০০টিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট এর হদিশ মিলেছিল। তখনও কড়াকড়ি হয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। তবে আড়ালে আড়ালে এই কালোবাজারি অনেকটাই শাখা প্রশাখা মেলেছ বলেও দাবি আরপিএফের। বিভিন্ন ধরনের সফট ওয়ার ব্যবহার করেই টিকিট গুলো বানায় দালালরা। এরপর বেশি দামেই সেগুলো বিক্রি করেন যাত্রীদের কাছে। গত ৮ ই নভেম্বর আরপিএফ এর হাতে ধরা পড়ে জয়দেব প্যাটেল নামক এক টিকিট দালালবাজ। যার কাছে ৪২ টি ই টিকিট পাওয়া গিয়েছিল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *