জগদ্ধাত্রী পূজোয় ভুলেও করবেন না এই পাঁচটি কাজ! তাহলেই ছারখার হবে সংসার, বাড়ি ছাড়বে মা লক্ষ্মী

জগদ্ধাত্রী পূজোয় ভুলেও করবেন না এই পাঁচটি কাজ! তাহলেই ছারখার হবে সংসার, বাড়ি ছাড়বে মা লক্ষ্মী

জগদ্ধাত্রী পূজোয় ভুলেও
করবেন না এই পাঁচটি কাজ!

ছারখার হবে সংসার!
তছনছ হবে টাকা পয়সা!

হারাবেন স্বামীর ভালোবাসা!
বাড়িছাড়া হবেন স্বয়ং মা লক্ষ্মী!

একনজরে দেখুন শাস্ত্রে নিষিদ্ধ
এই ৫টি কাজ –

দেবী দুর্গার আরেক রূপ মা জগদ্ধাত্রী। গোটা জগতের দেখভাল করেন তিনি। তাঁর পুজো ভুল ক্রুটি হলেই বিপদ, সর্বনাশ। তাই দেবী জগদ্ধাত্রীর পুজোয় এই পাঁচটি ভুলের ধারে কাছেও ঘেঁষবেন না –

১, কাউকে তাড়িয়ে দেবেন না – দেবী জগদ্ধাত্রীর পুজোকে অত্যন্ত পবিত্র মানা হয়। দেবীর পুজো চলাকালীন কেউ বাড়িতে এলে তাড়িয়ে দেবেন না। শাস্ত্রমতে এদিন কোনও অসহায় সাহায্য প্রার্থীকে তাড়িয়ে দিলে মা রুষ্ট হন। অভিশাপ দেন। তাই চেষ্টা করুন সাধ্যমত সাহায্য করার।

২, বাড়িতে মাছ মাংস আনবেন না – জগদ্ধাত্রী পূজোর কটা দিন বাড়িতে আমিষের ছোঁয়া রাখবেন না। এতে দেবী জগদ্ধাত্রী অসন্তুষ্ট হন। জগদ্ধাত্রী পুজোতে নিরামিষ খেলে বিশেষ আশীর্বাদ মেলে। বাড়িতে সুখ, সমৃদ্ধির প্রবেশ হয়।

৩, চণ্ডীপাঠে ভুল করবেন না – দুর্গা পূজার মতোই জগদ্ধাত্রী পুজোতেও চণ্ডীপাঠ হয়। চেষ্টা করবেন চণ্ডীপাঠের সময় ভুল ভ্রান্তি এড়িয়ে চলার।

৪, বাড়িতে ময়লা আবর্জনা রাখবেন না – মা জগদ্ধাত্রীও দেবী লক্ষ্মীর মতন ধন-সম্পদের আধার। তাকে তুষ্ট করতে পারলে ধন-সম্পদের অভাব হবে না। কিন্তু বাড়িতে ময়লা আবর্জনা থাকলে মা জগদ্ধাত্রী অসন্তুষ্ট হন। সে বাড়িতে মা থাকতে চান না। তাই জগদ্ধাত্রী পুজোয় অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যত্রতত্রের ময়লা ছিটাবেন না।

৫, সধবারা লাল শাড়ি পড়ুন – জগদ্ধাত্রী পুজোয় সধবা মহিলারা সিঁথিতে সিঁদুর সমেত লাল শাড়ি পরার চেষ্টা করুন। মায়ের সধবা মহিলারা সাদা কিংবা ধূসর জাতীয় কিছু পড়লে মা রুষ্ট হন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *